BREAKING NEWS

২০ জ্যৈষ্ঠ  ১৪৩০  রবিবার ৪ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

ঋণমকুবের নামে প্রহসন, মধ্যপ্রদেশে মাত্র ১৩ টাকা ছাড় পেলেন কৃষক

Published by: Subhajit Mandal |    Posted: January 25, 2019 1:57 pm|    Updated: January 25, 2019 1:57 pm

Loan waiver 'scam' in Madhya Pradash

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষমতায় আসার পর ঢাকঢোল পিটিয়ে কৃষিঋণ মকুব করার সিদ্ধান্ত ঘোষণা করেছিল মধ্যপ্রদেশের কংগ্রেস সরকার। শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রী কমল নাথ ঘোষণা করেন কৃষকদের ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণমকুব করা হতে পারে। কিন্তু, তাড়াহুড়ো করে সেই ঘোষণা যে উপযুক্ত প্রস্তুতি না নিয়েই করা হয়েছিল তা বোঝা যাচ্ছে একাধিক ঘটনায়। এতদিন বিরোধীরা অভিযোগ তুলছিল, ঋণমকুবের তালিকায় এমন কৃষকরাও রয়েছেন যাদের কোনও অস্তিত্বই নেই। এবার প্রকাশ্যে এল নতুন ঘটনা। মধ্যপ্রদেশের আগর মালওয়ার এক কৃষকের অভিযোগ, তিনি মাত্র ১৩ টাকা ঋণে ছাড় পেয়েছেন। অথচ তাঁর পাওয়ার কথা ছিল ২৩ হাজার টাকা।

[ফের বিগ বি’র কংগ্রেস যোগ, ‘মামু’র কথাতেই রাজনীতিতে প্রিয়াঙ্কা!]

আগর মালওয়া জেলার কৃষিজীবী শিবলাল কাটারিয়ার দাবি, সরকার যে ঋণমকুবের প্রকল্প ঘোষণা করেছে সেই প্রকল্প অনুযায়ী তাঁর ২৩ হাজার ৮১৫ টাকা ছাড় পাওয়ার কথা। কিন্তু, পঞ্চায়েতে যে তালিকা এসেছে তাতে দেখা যাচ্ছে তাঁর মাত্র ১৩ টাকা ঋণমকুব হয়েছে। যদিও, এজন্য কংগ্রেস সরকারকে দুষতে রাজি নন ওই কৃষক। তাঁর ধারণা, আধিকারিকদের ভুলেই এই কাণ্ডটি ঘটেছে। এ বিষয়ে তিনি আধিকারিকদের অভিযোগও জানিয়েছেন। তিনি বলছেন, “নিশ্চিতভাবেই, এটা একটা উপকারি প্রকল্প। আমার গ্রামের অন্য কৃষকরা এর সুবিধাও পেয়েছেন। আমি এ ব্যপারে আধিকারিকদের সঙ্গে কথা বলেছি। আশা করি শীঘ্রই আমার সমস্যাটা মিটে যাবে।” এ বিষয়ে আগর মালওয়ার ডিস্ট্রিক্ট কালেক্টরের সঙ্গে যোগাযোগ হলে তিনি জানিয়েছেন, জেলায় অসংখ্য কৃষক আছেন, তাই কারও ক্ষেত্রে ভুল হতে পারে। তিনি ব্যাপারটা খতিয়ে দেখছেন।

[দু’টির বেশি সন্তান হলে বাতিল করা হোক সরকারি সুবিধা, দাবি রামদেবের]

অন্যদিকে বিজেপির অভিযোগ, রাজ্যে ঋণমকুবের নামে প্রহসন চলছে। এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, প্রচুর কৃষক এমন আছেন যাদের ১০ টাকা ২০ টাকা থেকে শুরু করে ১০০-২০০ টাকার ঋণ মকুব হয়েছে। কৃষকদের নিয়ে এভাবে রাজনীতির খেলার অধিকার নেই কংগ্রেসের। বিজেপি এর বিরুদ্ধে প্রতিবাদ করারও হুমকি দিয়েছে।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে