Advertisement
Advertisement

নেই টাকা, এটিএমের শেষকৃত্য আয়োজনে স্থানীয়রা

এর প্রসাদ পাঠানো হবে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রীকেও৷

Locals perform last rite of bengaluru ATM
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 11, 2016 2:51 pm
  • Updated:December 11, 2016 9:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এটিএম আছে৷ কিন্তু টাকা নেই৷ একমাসেরও বেশী সময় ধরে এই চলছে৷ শেষমেশ বিরক্ত হয়ে এটিএমের শেষকৃত্য করলেন বেঙ্গালুরুর অধিবাসীরা৷ রীতিমতো মালা দিয়ে সাজিয়ে, পুরোহিত ডেকে শ্রাদ্ধ-শান্তি করা হল৷

জানা যাচ্ছে, জনতা দলের কিছু সমর্থকই এই অন্তিম সংস্কারের আয়োজন করেছেন৷ এদিকে নীতিশ কুমার মোদির সিদ্ধান্তের সমর্থক৷ বিরোধীরা যখন এই ইস্যুতে একজোট হয়েছে তখন আলাদা থেকেছে জেডিইউ৷ কালো টাকা রোখার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত সহায়ক হবে, এমনটাই মত নীতিশ কুমারের৷ তাঁর দলেরই কিছু সমর্থকের এই কাজ বেশ চমকে দেওয়ার মতো৷ দলের সিদ্ধান্তের প্রায় বিপরীতে দাঁড়িয়েই এ কাজ করেছেন তাঁরা৷ তবে তাঁদের মত, সিদ্ধান্তের বিরোধিতা তাঁরা করছেন না৷ কিন্তু নোট বাতিলের পর এক মাস পেরিয়ে গেলেও এখনও কোনও এটিএমে টাকা নেই৷ পর্যাপ্ত টাকার জোগান নেই৷ এই অব্যবস্থার প্রতিবাদ করতেই এই প্রতীকী পথ বেছে নেওয়া হয়েছে৷ পুরো আয়োজনের নেপথ্যে থাকা সমাজকর্মী কুমার জাহাগিরদার টিপ্পনি কেটে তিনি জানাচ্ছেন, এর প্রসাদ পাঠানো হবে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রীকেও৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ