BREAKING NEWS

১৬ আশ্বিন  ১৪৩০  বুধবার ৪ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

৩১ মে পর্যন্ত দেশে বাড়ল লকডাউনের মেয়াদ, প্রত্যাশামতো মিলল না ছাড়

Published by: Sucheta Sengupta |    Posted: May 17, 2020 7:29 pm|    Updated: May 17, 2020 8:02 pm

Lockdown 4.0 will be extended till May 31, with some relaxtions

নন্দিতা রায়, নয়াদিল্লি: প্রত্যাশামতোই বাড়ল লকডাউনের মেয়াদ। চতুর্থ দফায় ৩১ মে পর্যন্ত লকডাউনের কথা জানিয়ে টুইট করল স্বরাষ্ট্র মন্ত্রক। অর্থাৎ ১৮ মে থেকে ৩১ মে পর্যন্ত আরেকপ্রস্ত ঘরবন্দি দশায় কাটাতে হবে দেশবাসীকে। তবে এবার ছাড়ের মাত্রাও বাড়ছে। বিজ্ঞপ্তি জারি করে মন্ত্রক বিস্তারিত গাইডলাইনস দিয়ে জানিয়েছে, চতুর্থ লকডাউনে কী কী খোলা থাকবে আর কী থাকবে না।

দেখে নেওয়া যাক কীসে ছাড় মিলল, আর কীসে মিলল না, তার বিস্তারিত – 

  • খুলে দেওয়া হচ্ছে খেলাধুলো ও শরীরচর্চার কেন্দ্র। তবে দর্শকের প্রবেশে কোনও ছাড় নেই।
  • রাজ্যের সীমানার  মধ্যে যাতায়াতে আর বাধা থাকছে না। দিনের বেলায় অবাধে নিজের রাজ্যের যে কোনও প্রান্তে যেতে পারবেন সংশ্লিষ্ট রাজ্যবাসী।
  • আগের মতোই বন্ধ থাকবে সমস্ত সরকারি অফিস।
  • সিনেমা হল, থিয়েটার, শপিং মল, সুইমিং, জিম সবই আগের মতো বন্ধ ৩১ মে পর্যন্ত।
  • শুধুমাত্র চিকিৎসা সরঞ্জাম ও বিশেষ কয়েকটি ক্ষেত্র ছাড়া দেশীয় ও আন্তর্জাতিক উড়ান বন্ধই থাকছে।
  • রেড, গ্রিন, অরেঞ্জ জোনের পরবর্তী সংজ্ঞা ঠিক হবে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া ধার্য করা বিভিন্ন মাপকাঠির ভিত্তিতে।  
  • কর্মীদের নিরাপত্তার স্বার্থে সকলের মোবাইলে ‘আরোগ্য সেতু’ অ্যাপ আছে কি না, তা অফিস কর্তৃপক্ষকে দেখে নিতে হবে। 
  • ১০ বছরের কমবয়সী আর ষাটোর্ধ্ব ব্যক্তিদের বাড়ির বাইরে পা রাখায় জারি সরকারি নিষেধাজ্ঞা। MHA-notification

অত্যাবশ্যকীয় পণ্য নয় এমন সামগ্রী সকাল ৭টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত কেনাকাটা করা যাবে শর্তসাপেক্ষে।  তবে চতুর্থ লকডাউনে রাজ্যের হাতে ক্ষমতা এল বেশ খানিকটা। এবার আন্তঃরাজ্য যাতায়াত এবং গ্রিন, অরেঞ্জ, রেড জোনকে কীভাবে নিরাপদে রেখেও সচল করা যায়, তার পুরোটাই ঠিক করতে পারবে রাজ্যগুলি। ফলে পরিস্থিতি বিবেচনা করে  সিদ্ধান্ত নেওয়ার পরিসর বাড়ল রাজ্য সরকারগুলির।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে