Advertisement
Advertisement

Breaking News

Lok Sabha 2024

লোকসভায় বসেছিলেন অধীরের চেয়ারে, সেই রভনীত এবার বিজেপিতে

আপ-কংগ্রেস জোট মানতে না পেরেই কংগ্রেস ত্যাগের সিদ্ধান্ত!

Lok Sabha 2024: Ravneet Singh Bittu, Congress MP from Punjab's Ludhiana, joins BJP
Published by: Subhajit Mandal
  • Posted:March 26, 2024 7:12 pm
  • Updated:March 26, 2024 8:08 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের মুখে বিরাট ধাক্কা খেল কংগ্রেস (Congress)। বিজেপিতে নাম লেখালেন বিদায়ী লোকসভায় দলের মুখ্য সচেতক রভনীত সিং বিট্টু। যা পাঞ্জাবে কংগ্রেসকে বড়সড় ধাক্কা দেওয়ার পাশাপাশি বিজেপির শক্তি অনেকটা বাড়িয়ে দিল।

রভনীত বিট্টু কংগ্রেসের (Ravneet Singh Bittu) ৩ বারের সাংসদ। ২০০৯ থেকে লোকসভায় জিতে আসছেন তিনি। ২০০৯ সালে তিনি জেতেন আনন্দপুর সাহিব কেন্দ্র থেকে। ২০১৪ এবং ২০১৯ লোকসভায় লুধিয়ানা কেন্দ্র থেকে জিতে এসেছেন তিনি। বিট্টু পাঞ্জাব তথা গোটা দেশে কংগ্রেসের প্রথম সারির নেতা ছিলেন। এদিন বিজেপিতে যোগ দিয়ে তিনি দাবি করেন, গোটা দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। পাঞ্জাব পিছিয়ে পড়বে কেন? পাঞ্জাবকেও এগিয়ে যেতে হবে। সেই উদ্দেশ্যেই আমার বিজেপিতে যোগ।

Advertisement

[আরও পড়ুন: ৪০০ পারের স্বপ্নে ধাক্কা! জোটে ফিরল না অকালি দল, পাঞ্জাবে বিজেপির একলা চলো]

আসলে বিট্টুর বিজেপি যোগের কারণ কংগ্রেসের অন্দরের সমীকরণ। পাঞ্জাবে সিধুর প্রবল বিরোধী হিসাবে পরিচিত রভনীত। সিধু জেল থেকে ছাড়া পেতেই তিনি দলকে সতর্ক করেন, প্রাক্তন ক্রিকেটারকে যেন গুরুত্ব না দেওয়া হয়। কিন্তু কংগ্রেস সেই সতর্কবাণী উপেক্ষা করেছে। তাছাড়া দিল্লি-সহ একাধিক রাজ্যে আপের সঙ্গে কংগ্রেসের জোটও তিনি মানতে পারেননি। সেটাও দলত্যাগের কারণ।

Advertisement

[আরও পড়ুন: উর্মিলাকে ‘পর্নস্টার’ বলেছিলেন কঙ্গনা! পুরনো ভিডিও শেয়ার করে তোপ কংগ্রেস নেতার]

রভনীত বিট্টু বিদায়ী লোকসভায় কংগ্রেসের মুখ্য সচেতক হওয়ার পাশাপাশি বেশ কিছুদিন কংগ্রেসের দলনেতাও ছিলেন। বাংলার নির্বাচনের সময় অধীর চৌধুরীকে সাময়িক ভাবে অব্যাহতি দিয়ে বিট্টুকে দলনেতার পদে বসায় কংগ্রেস। এ হেন নেতা দলত্যাগ করায় হাত শিবির যে পাঞ্জাবে ধাক্কা খাবে, সেটা বলে দেওয়াই যায়। পাঞ্জাবে বিজেপির জন্য এটা বড় সাফল্য বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ