Advertisement
Advertisement

Breaking News

Saket Mishra

বাবা রামমন্দির ট্রাস্টের সভাপতি, ছেলেকে টিকিট দিল বিজেপি

শ্রাবস্তী থেকে তাঁকে টিকিট দিয়েছে গেরুয়া শিবির।

Lok Sabha Polls 2024: BJP nominates Nripendra Mishra’s son Saket Mishra। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:March 3, 2024 9:19 am
  • Updated:March 3, 2024 9:23 am

নন্দিতা রায়, নয়াদিল্লি: শনিবার লোকসভা নির্বাচনের (Lok Sabha Polls 2024) জন্য প্রথম দফার প্রার্থীতালিকা ঘোষণা করেছে বিজেপি। মোট ১৯৫ আসনের প্রার্থীর নাম জানানো হয়েছে। স্বাভাবিক ভাবেই আলোচনা শুরু হয়েছে নামগুলি নিয়ে। এর মধ্যে অন্যতম নাম সাকেত মিশ্র। তাঁর রাজনৈতিক অভিষেক হতে চলেছে এবারই। শ্রাবস্তী থেকে তাঁকে টিকিট দিয়েছে গেরুয়া শিবির (BJP)।

সাকেত মিশ্রর বাবা নৃপেন্দ্র মিশ্র। যিনি ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত মোদির ব্যক্তিগত সচিব ছিলেন। পরে আচমকাই তিনি ইস্তফা দেন। ২০২০ সালের জানুয়ারিতে নেহরু মেমোরিয়াল মিউজিয়ামের এক্সিকিউটিভ কাউন্সিলের চেয়ারম্যান পদে রাখা হয় তাঁকে। পরের মাসেই শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের নির্মাণ কমিটির সভাপতি হন তিনি। সেই নৃপেন্দ্র মিশ্রর ছেলেই এবার পেলেন বিজেপির টিকিট। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী মোদি (PM Modi) আগেই বলেছিলেন রামমন্দির ট্রাস্টের সঙ্গে যুক্ত এমন কাউকেই টিকিট দেওয়া হবে না। শেষপর্যন্ত নৃপেন্দ্র টিকিট না পেলেও তাঁর ছেলেকে প্রার্থী করার সিদ্ধান্ত নিল বিজেপি।

Advertisement

[আরও পড়ুন: মোদির সঙ্গে বিজেপি সাংসদদের সাক্ষাতের আগেই দিল্লিতে শুভেন্দু, বৈঠক শাহ-নাড্ডার সঙ্গে]

এদিকে সাকেত (Saket Mishra) আইআইএম কলকাতা থেকে স্নাতক হওয়ার পর একটি ব্য়াঙ্কে চাকরি পান। কিন্তু সিভিল সার্ভিসে মনোনিবেশ করার জন্য তা ছেড়েও দেন। তবে আইপিএস হয়েও তাতে যোগ দেননি। বরং ১৮ বছর ধরে বেশ কয়েকটি নামী ব্যাঙ্কে চাকরি করেছেন। শেষে সমাজসেবার ইচ্ছে নিয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেন। উত্তরপ্রদেশ বিধান পরিষদে জায়গা পান। অবশেষে শ্রাবস্তী থেকে পেলেন টিকিট।

Advertisement

[আরও পড়ুন: বিজেপি নেতাদের সঙ্গে একমঞ্চে বিলকিস বানোর ধর্ষক! ‘দৈত্য জেলে যাক’, গর্জে উঠলেন মহুয়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ