Advertisement
Advertisement

Breaking News

LPG Cylinder Price Cut

ভোটের মুখে ‘জুমলা’, এতদিন করেননি কেন? গ্যাসের দাম কমানো নিয়ে পালটা বিরোধীদের

গ্যাসের দাম এতদিন কমানো হল না কেন?, প্রশ্ন বিরোধীদের।

LPG cylinder price cut: Opposition questions timing

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:March 8, 2024 2:01 pm
  • Updated:March 8, 2024 5:22 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোট (Lok Sabha 2024) ঘোষণার সপ্তাহখানেক আগে রান্নার গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত। মোদি সরকারের এই সিদ্ধান্তকে স্রেফ ‘নির্বাচনী জুমলা’ বলে দেগে দিল বিরোধী শিবির। একযোগে কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধীদের প্রশ্ন, গ্যাসের দাম এতদিন কমানো হল না কেন? ঠিক ভোটের মুখেই কেন এই চমক?

নারী দিবসের সকালে বিরাট ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রান্নার গ্যাসের দাম একধাক্কায় ১০০ টাকা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। মোদি ঘোষণা করেছেন, “এই সিদ্ধান্তের ফলে দেশের লক্ষ লক্ষ পরিবারের আর্থিক বোঝা লাঘব হবে।” এই নিয়ে গত সাতমাসে দ্বিতীয়বার রান্নার গ্যাসের দামে বড়সড় কাটছাঁট করল কেন্দ্র। এর আগে গত ২৯ আগস্টে একধাক্কায় ২০০ টাকা করে রান্নার গ্যাসের দাম কমায় মোদি সরকার।

Advertisement

[আরও পড়ুন: পদ্মে এবার গান্ধী ‘কাঁটা’? বিজেপি টিকিট দেবে বরুণকে? তুঙ্গে জল্পনা]

এবারের লোকসভা নির্বাচনে রান্নার গ্যাসের (LPG) মূল্যবৃদ্ধিকে হাতিয়ার করে এগোনোর চেষ্টা করছিল বিরোধী শিবির। ভোট ঘোষণার ঠিক আগে সেই অস্ত্রও ভোঁতা করে দেওয়ার চেষ্টা করল মোদি সরকার। যদিও বিরোধী শিবির বলছে, শেষ মুহূর্তে গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত লোকসভায় কোনও প্রভাব ফেলবে না। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ (Sagarila Ghose) বলছেন,”দেশের মহিলারা যখন মূল্যবৃদ্ধির কোপে চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন, তখন বিশ্বের বাজারে গ্যাসের দাম কম হওয়া সত্ত্বেও রান্নার গ্যাসের দাম কমায়নি কেন্দ্র। ঠিক ভোটের আগে গ্যাসের দাম কমানো হল। ভারতের প্রধানমন্ত্রী প্রয়োজন। নির্বাচনমন্ত্রী নয়।”

Advertisement

[আরও পড়ুন: স্ত্রীকে ঘরের কাজ করতে বললেই ‘নিষ্ঠুর’ স্বামী? কী বলল দিল্লি হাই কোর্ট?]

এনসিপির (NCP) শরদ পওয়ার গোষ্ঠীর নেত্রী সুপ্রিয়া সুলে বলছেন,”কেন্দ্রের সিদ্ধান্তে আমি অবাক নই। ওরা ৯ বছর ক্ষমতায়। এতদিন গ্যাসের দাম কমানোর কথা কেন ভাবেনি। ভোট ঘোষণার ৫-৬ দিন আগে আরও একটা জুমলা দিল। আমাদের সরকারের আমলে গ্যাসের দাম ৪৩০ টাকা ছিল।” কংগ্রেসের এক মুখপাত্র বলছেন,”বিজেপি খুব চালাক দল। ওরা ৩৭৫ টাকার সিলিন্ডার ১০০০ টাকায় বেচে। আর ভোট এলেই ১০০ টাকা কমিয়ে দেয়।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ