Advertisement
Advertisement

Breaking News

মধ্যবিত্তের হেঁশেলে আগুন, ফের বাড়ল রান্নার গ্যাসের দাম

ঠিক এক মাসের ব্যবধানে ফের দাম বাড়ল রান্নার গ্যাসের৷

LPG cylinder price increases in Delhi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 1, 2018 9:51 am
  • Updated:August 1, 2018 9:51 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক এক মাসের ব্যবধানে ফের দাম বাড়ল রান্নার গ্যাসের৷ ভরতুকিযুক্ত রান্নার গ্যাসের দাম বাড়ল প্রায় দু’টাকা কাছাকাছি৷ ভরতুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়ল ৩৫ টাকা৷ এখন ভরতুকিযুক্ত রান্নার গ্যাসের দাম ৪৯৬.২৬ টাকা থেকে সিলিন্ডার পিছু বেড়ে দাঁড়াল ৪৯৮.০২টাকা৷ ভরতুকিহীন গ্যাসের দাম এখন আকাশছোঁয়া৷ ভরতুকিহীন গ্যাসের নতুন দাম সিলিন্ডার প্রতি বেড়ে দাঁড়াল ৭৮৯ টাকা ০৫ পয়সা৷

[বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গুলি করে মারা উচিত, বিজেপি বিধায়কের মন্তব্যে বিতর্ক]

গত মাসেই ভরতুকিযুক্ত রান্নার গ্যাসের দাম বাড়ে ২ টাকা৷ ভরতুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়ানো হয় অন্তত সাড়ে ৫৫ টাকা কাছাকাটি৷ নয়া দাম কার্যকর হওয়ার ঠিক এক মাসের মাথায় ফের বাড়ানো হল রান্নার গ্যাসের দামা৷ এর আগেও গত তিন মাসে লাফিয়ে বেড়েছে রান্নার গ্যাসের দাম৷ তাতেই ত্রাহি ত্রাহি রব তোলেন আমজনতা৷ বিক্ষোভ, আন্দোলনে সামিল হন তাঁরা৷ প্রতিবাদে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে৷ তার রেশ কাটতে না কাটতেই আবারও রান্নার গ্যাসের দাম বৃদ্ধি৷ হেঁশেলে আগুন মধ্যবিত্তের৷ যদিও রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির দাবি, প্রতি মাসের ১ তারিখে গ্যাসের দাম বাড়ানো হয়৷ সেই মতো পয়লা জুলাই থেকে বাড়ানো হয়েছে ভরতুকিযুক্ত ও ভরতুকিবিহীন গ্যাসের দাম৷ আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি  এবং মার্কিন ডলারের তুলনায় টাকার বিনিময় মূল্যের ভিত্তিতেই  বাড়ানো হয় রান্নার গ্যাসের দাম৷ রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতেই দেশের বাজারেও রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছে।

Advertisement

[এনআরসি ইস্যুতে সাধারণ জ্ঞান বাড়ান, মমতাকে তোপ অমিত শাহের]

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ভারতীয় গ্রাহকদের বছরে ১৪.২ কেজির ১২টি ভরতুকিযুক্ত সিলিন্ডার দেওয়া হয়৷ এর বাইরে তাঁদের যদি গ্যাস সিলিন্ডারের প্রয়োজন হয়, তখন ভরতুকিহীন গ্যাস সিলিন্ডার কিনতে হয়। তাই গ্যাসের দাম আবারও বৃদ্ধি পাওয়ায় চিন্তিত আমজনতা৷ যদিও রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, গ্যাসের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো ভরতুকির অঙ্ক বেড়েছে৷ ফলে আন্তর্জাতিক বাজারে রান্নার গ্যাসের দাম বাড়লেও, ভারতের গ্রাহকদের ক্ষতির মুখে পড়তে হবে না৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ