Advertisement
Advertisement

কেক কেটে অভিনব ইদ উদযাপনে নতুন বার্তা

কেন এমন উদযাপন?

Lucknow: Muslim Rashtriya Manch members celebrate Eid by cutting cake
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 2, 2017 10:28 am
  • Updated:September 29, 2019 7:33 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এত রক্ত কেন! প্রতিবার কুরবানি ইদের শেষে এরকম প্রশ্নই ঘোরাঘুরি করে৷ গতবছর প্রতিবেশী এক দেশে এই ইদেই প্রায় বয়েছিল রক্তনদী৷ পশুবলির রক্ত আর বৃষ্টির জল মিশে গোটা বিশ্বের সামনে তুলে ধরেছিল ভয়াবহ ছবি৷ উৎসর্গের প্রতীক যে উৎসব, সেখানে এত রক্তের দাগ কেন? এই প্রশ্ন বোধহয় আর থাকবে না৷ কেননা এবার ইদে অভিনব উদযাপনে শামিল হলেন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের সদস্যরা৷

জানেন, কেন ইদে আলিঙ্গন করতে নিষেধ করছেন খোদ মৌলবিরা? ]

Advertisement

পশুবলি দেশের বিভিন্ন রাজ্যে নিষিদ্ধ হয়েছে৷ হিন্দুদের পুজো আচ্চায় পশুবলির যে প্রথা ছিল তাও বদলেছে৷ এখন বহু জায়গায় প্রতীক হিসেবে লাউ বা কুমড়ো বলি দেওয়া হয়৷ এদিকে মুসলিমদের এই উৎসবে এখনও পশুবলির প্রথা আছে৷ তবে তা নিয়ে মতবিরোধও আছে৷ অনেকেই বলে থাকেন, এ আসলে অন্য কোনও পশু নয়৷ অন্তরের পশুত্বকে কুরবানি দেওয়ার দিন৷ এদিকে গো-হত্যা নিষিদ্ধ উত্তরপ্রদেশে৷ বহু মুসলিম সংগঠনেরও মত, যদি গো-হত্যায় হিন্দুদের ধর্মীয় ভাবাবেগ আঘাতপ্রাপ্ত হয়, তবে তা না করাই শ্রেয়৷ কেননা ইসলাম কখনওই পরধর্মকে আঘাতের কথা বলে না৷ বরং পরধর্ম সহিষ্ণুতার কথাই বারবার বলা হয়েছে ইসলামে৷ চলতি বছরে উত্তরপ্রদেশের একাধিক মুসলিম সংগঠন ইদে কুরবানির বিপক্ষে মত দিয়েছিল৷ আজ লখনউয়ে হল অভিনব ইদ উদযাপন৷ আয়োজনে আরএসএস-এর সংখ্যালঘু শাখা রাষ্ট্রীয় মুসলিম মোর্চা৷ কেক কেটেই ইদ পালন করলেন সদস্যরা৷ তবে একটু চমকও থাকল৷ কেকের উপরই থাকল পশুর ছবি৷ যে কোনও উৎসবে কেক কাটা আজকের দিনে চেনা ছবি৷ তাকেই একটু ঘুরিয়ে নিয়ে কুরবানি ইদে প্রাসঙ্গিক করে তুললেন মোর্চার সদস্যরা৷ এই উদযাপনে থাকল বার্তাও৷ পশুহত্যার বিরুদ্ধে প্রতিবাদ, পরধর্ম সহিষ্ণুতার মতো বিষয়ও এভাবেই যেন প্রচারিত হল৷

Advertisement

নোট বাতিলে বড় সংকট থেকে বেঁচেছে দেশ, মত অনিল বোকিলের ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ