Advertisement
Advertisement

মুম্বইয়ের বহুতলে বিধ্বংসী আগুন

ফের বহুতলে লাগল বিধ্বংসী আগুন৷ দক্ষিণ মুম্বইযের কোলাবা কজওয়ের মেট্রো প্লাজা বিল্ডিংয়ে বিধ্বংসী আগুন লাগে৷ রিগাল সিনেমার কাছে এই বাণিজ্যিক বহুতলে বৃহস্পতিবার বিকেলে আগুন লাগে৷

Major fire breaks out at Metro House building in Mumbai
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 2, 2016 6:03 pm
  • Updated:June 2, 2016 6:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বহুতলে লাগল বিধ্বংসী আগুন৷ দক্ষিণ মুম্বইযের কোলাবা কজওয়ের মেট্রো প্লাজা বিল্ডিংয়ে বিধ্বংসী আগুন লাগে৷ রিগাল সিনেমার কাছে এই বাণিজ্যিক বহুতলে বৃহস্পতিবার বিকেলে আগুন লাগে৷

দমকল সূত্রে খবর, এদিন আগুন লাগে বহুতলটির উপরের তলায়৷ বহুতলে বিভিন্ন সংস্থার অফিস রয়েছে৷ এছাড়াও রয়েছে বহু দোকান৷ মুহূর্তে পুরো বহুতলটিতে ছড়িয়ে পড়ে আগুন৷ অনেক দূর থেকেও কালো ধোঁয়া দেখা গিয়েছে৷ ১২টি ইঞ্জিনের সাহায্যে আগুন নেভানোর কাজ চলছে৷ কাছের বহুতলগুলি খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ