Advertisement
Advertisement
Mamata Banerjee

‘বন্ধু’ উদ্ধবের ডাকে সাড়া, এবার মহারাষ্ট্রে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা!

মমতা প্রচারে গেলে বিজেপির বিরুদ্ধে লড়াই আরও দানা বাঁধবে বলে মনে করছেন শিব সেনার উদ্ধব শিবিরের প্রধান।

Mamata Banerjee to Campaign for Shiv Sena Uddhav Thackeray in Maharashtra

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:August 7, 2024 5:57 pm
  • Updated:August 7, 2024 5:57 pm

নন্দিতা রায়, নয়াদিল্লি: মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের জন্য ভোটপ্রচারে যাবেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘বন্ধু’ উদ্ধব ঠাকরের ডাকে সাড়া দিয়ে তাঁর দলের প্রার্থীদের হয়ে জনসভা করতে পারেন তৃণমূল নেত্রী। এমনটাই খবর তৃণমূল সূত্রের।

তৃণমূল নেত্রীর সঙ্গে উদ্ধব ঠাকরের সম্পর্ক দীর্ঘদিনের। লোকসভা ভোটের আগেও শিব সেনার উদ্ধব শিবিরের সুপ্রিমোর সঙ্গে কথা বলেছেন মমতা। ভোটের পর মহারাষ্ট্রে গিয়ে উদ্ধবের সঙ্গে দেখা করে আসনে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বস্তুত ইন্ডিয়া জোটের অন্দরে উদ্ধব এবং মমতার আলাদা রসায়ন রয়েছে। সদ্য আম্বানিদের বিয়েতে গিয়েও উদ্ধবের সঙ্গে কথা হয়েছে মমতার।

Advertisement

[আরও পড়ুন: ‘ফিরে এসো আরও শক্তিশালী হয়ে’, ভিনেশের ‘স্বপ্নভঙ্গে’ সান্ত্বনা মোদির]

সূত্রের খবর, মহারাষ্ট্রে বিজেপিকে হারাতে মমতার সাহায্য চাইছেন উদ্ধব। তৃণমূল নেত্রী দেশে বিজেপি বিরোধী গ্রহণযোগ্য মুখদের মধ্যে অন্যতম। তিনি প্রচারে গেলে বিজেপির বিরুদ্ধে লড়াই আরও দানা বাঁধবে বলে মনে করছেন শিব সেনার উদ্ধব শিবিরের প্রধান। সেকারণেই প্রচারে মমতাকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। বুধবার দিল্লিতে উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। উদ্ধব তাঁকে জানান, মমতা তাঁকে কথা দিয়েছেন মহারাষ্ট্রের ভোটপ্রচারে যাবেন। তৃণমূল সুপ্রিমোর কর্মসূচি নিয়ে একপ্রস্থ আলোচনা করেন ডেরেকের সঙ্গে। 

[আরও পড়ুন: সপ্তাহভর বৃষ্টিতে ভাসবে উত্তর, কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?]

দিওয়ালির পরই মহারাষ্ট্রের ভোট প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সেরাজ্যে কংগ্রেস এবং এনসিপির শরদ পওয়ার শিবিরের সঙ্গে জোট করে নির্বাচন লড়ার কথা শিব সেনার উদ্ধব শিবিরের। তবে তিন দলের মধ্যে আসনরফা নিয়ে আলোচনা এখনও চূড়ান্ত হয়নি। মমতা যদি মহারাষ্ট্রে যান তাহলে যাবেন উদ্ধবের প্রার্থীদের সমর্থনেই। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement