সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেড়মাস আগেই মুম্বই পুলিশ বলেছিল মমতা কুলকার্নি ড্রাগ পাচারের বড়সড় চক্রে যুক্ত রয়েছেন৷ বিদেশে তো বটেই, ভারতেও ড্রাগ নিয়ে আসার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এককালে বলিউডের এই সুন্দরী নায়িকার৷ তবে হাতে সেই সময় যথেষ্ট প্রমাণ ছিল না পুলিশের৷ তাই মমতা কুলকার্নির বিরুদ্ধে কোনওরকম আইনি পদক্ষেপ করতে পারেনি তারা৷ কিন্তু, তদন্ত চলছিল৷ অবশেষে মিলল প্রমাণ৷
দেশের সবচেয়ে বড় ড্রাগ পাচার চক্রে যুক্ত আট জনকে গ্রেফতার করার পর তাদের জেরা করে পুলিশ জানতে পারল ভারতে ড্রাগ পাচারের নেটওয়ার্কের নিউক্লিয়াস এই বলিউড সুন্দরীই৷ আর তার ড্রাগ সাম্রাজ্যের নিয়ন্ত্রণ রয়েছে স্বামী ভিকি গোস্বামীর হাতে৷ বর্তমানে কেনিয়াবাসী মমতা কুলকার্নির উপর দীর্ঘদিন ধরেই কড়া নজর রেখেছিল পুলিশ ও গোয়েন্দারা৷ তাদের দেওয়া তথ্যই শনিবার নিশ্চিত করল ধৃত ড্রাগ পাচারকারীরা৷ পুলিশকে তারাই জানিয়েছে, ভিকি গোস্বামীর ক’য়েক হাজার কোটি টাকার ড্রাগ সাম্রাজ্যের আসল মুখ মমতা কুলকার্নিই৷ তাঁর বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করতে চলেছে ইন্টারপোল৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.