Advertisement
Advertisement

Breaking News

mimicking Modi and Shah

মোদি-শাহকে নকল করে অশ্লীল ভিডিও তৈরির অভিযোগ, জব্বলপুরে গ্রেপ্তার যুবক

ভিডিও ভাইরাল হতেই ব্যবস্থা নেয় পুলিশ।

Man arrested in Jabalpur for mimicking Modi and Shah | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:April 19, 2022 5:56 pm
  • Updated:April 19, 2022 6:49 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতের সাম্প্রতিক রাজনীতির কেন্দ্রবিন্দুও তিনি। ফলে তাঁকে নকল (Mimicking) করে দেশের হাজারও কৌতুকশিল্পী হাস্য রসাত্মক বিষয় পরিবেশন করেন। কখনও কখনও সংশ্লিষ্ট কৌতুকশিল্পী  কড়া কটাক্ষও করে থাকেন সেই পরিবেশনের মাধ্যমে। এবার নরেন্দ্র মোদি ও অমিত শাহকে (Amit Shah) নকল করে মধ্যপ্রদেশে (Madhya Pradesh) গ্রেপ্তার হলেন এক ব্যক্তি। তবে এই ব্যক্তি কোনও কৌতুকশিল্পী নন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে অশ্লীলভাবে মোদি ও শাহকে নকল করেছেন। এমনকী একাধিক অপশব্দ ব্যবহারও করেছেন। ইতিমধ্যে যে ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

[আরও পড়ুন: মা-বাবার পছন্দের পাত্রকে বিয়েতে আপত্তি, ডেটে গিয়ে যুবকের ঘাড়ে কোপ তরুণীর]

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের জব্বলপুর (Jabalpur) শহরে। পুলিশ জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে অশ্লীলভাবে নকল করার অভিযোগে সোমবার গ্রেপ্তার করা হয়েছে আটত্রিশ বছরের এক যুবককে। ওই যুবকের নাম আদিল আলি। এই বিষয়ে জব্বলপুরের এসপি (SP) সিদ্ধার্থ বহুগুনা বলেন, অভিযুক্ত নরেন্দ্র মোদি ও অমিত শাহকে আপত্তিকরভাবে নকল করেছেন। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে খারাপ শব্দ বসিয়েছেন। এই কারণেই ওই যুবককে সোমবার গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

ওমটি থানায় অদিল খানের বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ১৫৩ (দাঙ্গা বাঁধানোর মতো উস্কানিমূলক মন্তব্য) ও ২৯৪ (অশ্লীল ভঙ্গিতে গান পরিবেশন) ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: ত্রিপুরার মাটি কামড়ে পড়ে তৃণমূল, লড়বে চার উপনির্বাচনেও]

প্রসঙ্গত, দেশের বহু কমেডিয়ান মোদি-শাহদের নকল করলেও সেই কাজ করে অস্বস্তিতে পড়েছেন অনেকে। যেমন, মোদির নোট বাতিলের ঘোষণাকে ব্যঙ্গ করে অডিশন ভিডিও রেকর্ড করেছিলেন জনপ্রিয় কমেডিয়ান শ্যাম রঙ্গিলা (Shyam Rangeela)। শেষ পর্যন্ত সেই রেকর্ডিং সম্প্রচার করেনি জনপ্রিয় টেলভিশন চ্যানেল স্টার প্লাস। বছর কয়েক আগে এই অভিযোগ এনেছিলেন শ্যাম। পরে অবশ্য এই কমেডিয়ানকে বহুবার মোদিকে নকল করতে দেখা গিয়েছে। এমনকী ভারতের প্রধানমন্ত্রীর মিমিক্রি করেই তিনি নেট দুনিয়ার অন্যতম জনপ্রিয় কৌতুক শিল্পী হয়ে উঠেছেন।   

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ