Advertisement
Advertisement

প্রাক্তন প্রেমিকার ভিডিও পর্ন সাইটে তুলে গ্রেফতার ইঞ্জিনিয়ার

বদলা নিতেই এমন ঘটনা ঘটায় অভিযুক্ত৷ আরও একটু বিস্তারিতভাবে বলা যাক৷ হায়দরাবাদের বাসিন্দা বি রূপেশের সঙ্গে ইঞ্জিনিয়ারিং কলেজে একই সঙ্গে পড়তেন তার প্রাক্তন প্রেমিকা৷

Man held for uploading ex's videos on porn site
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 3, 2016 7:31 pm
  • Updated:July 3, 2016 7:31 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও পর্ন ওয়েবসাইটে আপলোড করার অপরাধে গ্রেফতার করা হল এক ইঞ্জিনিয়ারিং স্নাতককে৷

বদলা নিতেই এমন ঘটনা ঘটায় অভিযুক্ত৷ আরও একটু বিস্তারিতভাবে বলা যাক৷ হায়দরাবাদের বাসিন্দা বি রূপেশের সঙ্গে ইঞ্জিনিয়ারিং কলেজে একই সঙ্গে পড়তেন তার প্রাক্তন প্রেমিকা৷ কলেজে প্রথমে বন্ধুত্ব ও তারপর প্রেম হয় তাঁদের৷ এমনকী বিয়ের চিন্তাভাবনাও ছিল দু’জনের৷ সব ঠিকঠাকই চলছিল৷ পরে রূপেশের আচরণে বিরক্ত হয়ে তাঁর সঙ্গে সম্পর্ক ভেঙে ফেলেন তার বান্ধবী৷ একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি পাওয়ার পর অন্য একজনের সঙ্গে বিয়ে হয়ে যায় ওই যুবতীর৷ তারপর থেকেই রূপেশের মনে প্রতিশোধের আগুন জ্বলতে থাকে৷ সময় সুযোগ বুঝে নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও একটি পর্ন ওয়েবসাইটে আপলোড করে দেয় ২৭ বছরের যুবক৷ শুধু তাই নয়, সেই ভিডিওর একটি সিডি কপি প্রাক্তন বান্ধবীর শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেয় সে৷ সিডি হাতে পাওয়ার পরই ‘শি টিম’-এর শরণাপন্ন হন মহিলার শশুরবাড়ির লোকজন৷ হায়দরাবাদে মহিলাদের সবরকম সাহায্যের জন্য গঠিত হয়েছে এই ‘শি টিম’৷ পরে সাইবার ক্রাইম বিভাগের পুলিশ রূপেশকে গ্রেফতার করে৷

Advertisement

‘শি টিম’-এর অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ শ্রীনিবাস জানান, ‘শি টিম’ খবর পেতেই সাইবার অপরাধদমন শাখাকে খবর দেয়৷ চার দিন আগে অভিযুক্তকে গ্রেফতার করা হয়৷ তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ নম্বর (মহিলার শ্লীলতাহানি) মামলা রুজু করা হয়৷ জামিনে মুক্তি পাওয়ার পর শনিবার নিজের বাবা-মায়ের সামনে বসিয়ে রূপেশের কাউন্সেলিং করা হয়৷ ভিডিওটি পর্ন সাইট থেকে মুছে ফেলা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ