BREAKING NEWS

১০ আশ্বিন  ১৪৩০  বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

বিয়ের অনুষ্ঠানে তাঁর স্ত্রীর সঙ্গে নাচছে কেন? মেজাজ হারিয়ে ভাইদের খুন দাদার!

Published by: Sulaya Singha |    Posted: May 16, 2023 9:30 am|    Updated: May 16, 2023 9:30 am

Man kills brothers in Chhattisgarh after seeing wife dancing with them | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের অনুষ্ঠান। পরিবারের সঙ্গে আনন্দে মেতে উঠেছিলেন গৃহবধূ। স্বামীর দুই ছোট ভাই এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গে গানের তালে নাচছিলেন তিনি। কিন্তু বিষয়টা একেবারেই পছন্দ হয়নি স্বামীর। রাগের বশে দুই ভাইকেই খুন করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে।

নৃশংস এই ঘটনা ঘটেছে ছত্তিশগড়ের (Chhattisgarh) কবিরধাম জেলায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত তিনহা বেগা বানগৌরা গ্রামের বাসিন্দা। বিয়ের অনুষ্ঠানে গিয়ে নিজের স্ত্রীকে অন্য ভাইদের সঙ্গে নাচতে দেখে মেজাজ হারান তিনি। প্রথমে ধারালো এক অস্ত্র দিয়ে স্ত্রীর উপর হামলা করেন। তিনহাকে আটকাতে এগিয়ে আসেন শ্যালক ও তাঁর বড় দাদা। তাঁদের উপরও আক্রমণ করেন তিনহা। সেই হামলায় গুরুতর জখম হন তাঁরা। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত দু’জনের অবস্থাই অত্যন্ত সংকটজনক।

[আরও পড়ুন: চিকিৎসকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ, ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে ধরনায় মন্ত্রী বীরবাহা হাঁসদা]

তবে তাঁদের উপর হামলা রুখতে গিয়ে প্রাণই হারাতে হল তিনহার দুই ভাইকে। ধারালো অস্ত্রের আঘাতেই মৃত্যু হয় তাঁদের বলে জানা গিয়েছে। বিয়ের আনন্দ নিমেশে বদলে যায় বিষাদে। এসপি লালুমেন্দ সিং জানিয়েছেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত তিনহাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর দুই ভাইয়ের দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তে। তারপর দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। কেবল মাত্র সেই মুহূর্তে মেজাজ হারিয়েই তিনহা এই ঘটনা ঘটিয়েছেন, নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে কি না, তা খতিয়ে দেখতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

[আরও পড়ুন: ‘কেন্দ্রীয় সরকারি চাকরি খুঁজে নিন’, ডিএ নিয়ে আন্দোলনে বেজায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে