Advertisement
Advertisement

পাইথনের সঙ্গে ‘সেলফি’! তারপর…

শখের পরিণাম নিজের চোখেই দেখুন ক্লিক করে৷

Man tries snapping Selfie with a Python. And then…
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 24, 2016 6:01 pm
  • Updated:September 24, 2016 6:01 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সেলফি’ তোলা মন্দ নয়৷ তবে যত্রতত্র বিচিত্র ভঙ্গিমায় দাঁড়িয়ে ‘সেলফি’ তোলার আগে পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে নেওয়া ভাল৷ নাহলে আপনারও রাজস্থানের এই ‘সেলফি’ প্রেমিকের মতো হাল হতে পারে৷

Advertisement

শুক্রবার রাজস্থানের মাউন্ট আবুর এক বেসরকারি হোটেলে দেখতে পাওয়া যায় এই পাইথনটিকে৷ বন দফতরকে খবর দেওয়া হয়েছিল হোটেলের তরফ থেকেই৷ বনকর্মীরা এসে পাইথনটি উদ্ধার করে নিয়ে যাওয়ার সময়ই ভিড় থেকে এগিয়ে আসেন এক ব্যক্তি৷ মোবাইল উর্ধ্বগগনে তুলে ‘সেলফি’ তুলতে যান সরীসৃপের সঙ্গে৷ তখনই রেগে গিয়ে তাঁর কাঁধে মোক্ষম কামড় বসিয়ে দেয় পাইথনটি৷

বন দফতরের কর্মীদের হাতে ধরা ছিল পাইথনটি৷ তাই তেমন একটা শারীরিক ক্ষতি হয়নি ‘সেলফি’ প্রেমিকের৷ এ যাত্রায় অন্তত প্রাণে বেঁচে গিয়েছেন তিনি৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement