BREAKING NEWS

১২ চৈত্র  ১৪২৯  সোমবার ২৭ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

মহাবীর জয়ন্তীতে রাজ্য জুড়ে মদ-মাংসের বিক্রি নিষিদ্ধ করলেন খাট্টার

Published by: Sangbad Pratidin Digital |    Posted: April 6, 2017 3:43 am|    Updated: December 17, 2019 3:01 pm

Manohar Lal Khattar government imposes ban on sale of liquor, meat to mark Mahavir Jayanti

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাবীর জয়ন্তী উপলক্ষ্যে হরিয়ানা সরকারের নয়া নির্দেশ। সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, মহাবীর জয়ন্তীতে রাজ্যের কোথাও মদ বা মাংস বিক্রি করা যাবে না। আগামী ৯ এপ্রিল রাজ্যজুড়ে ‘অহিংসা দিবস’ পালনের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার। ওই দিন বন্ধ থাকবে সমস্ত কসাইখানা। বিক্রি করা যাবে না মাছ, মাংস, ডিম বা মদ।

[এবার ফেসবুক-হোয়াটসঅ্যাপের জন্য নিয়ন্ত্রণবিধি, সুপ্রিম কোর্টকে জানাল DoT]

মুখ্যমন্ত্রীর এই নির্দেশ কার্যকর করতে ময়দানে নেমে পড়েছেন প্রশাসনের তাবড় তাবড় কর্তারা। মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার, ডেপুটি কমিশনাররা মুখ্যমন্ত্রীর নির্দেশ যথাযথভাবে পালিত হচ্ছে কি না, দেখতে ২৪ ঘন্টা নজরদারি চালাবেন। মিউনিসিপ্যাল কাউন্সিলের সচিব ও কমিটির সদস্যরাও পরিস্থিতি উপর কড়া নজর রাখছেন।

সম্প্রতি ওল্ড গুরগাঁওতে ২০০ জনেরও বেশি শিব সৈনিক অন্তত ৫০০টি মাংসর দোকান, কেএফসি আউটলেট বলপূর্বক বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ ওঠে। প্রতি মঙ্গলবারই সমস্ত মাংসর দোকান বন্ধ রাখার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এর আগে উত্তরপ্রদেশেও অবৈধ কসাইখানা বন্ধ করতে তৎপর হয়েছে নয়া মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার। গত ২২ মার্চ এক নির্দেশ রাজ্যজুড়ে অবৈধ কসাইখানা ও মাংসের দোকান নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়। যার প্রতিবাদে কয়েকজন মাংস ব্যবসায়ী বনধের ডাক দেন। তাঁদের দাবি, “যোগী পাকিস্তানের বিরুদ্ধে মুখ খুললে আমরা পাশে রয়েছি। কিন্তু আমাদের রুটি-রোজগারে হাত পড়লে আমরাও প্রতিবাদ করব।”

[এবার বিমানে চড়তেও বাধ্যতামূলক হচ্ছে আধার কার্ড]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে