Advertisement
Advertisement

Breaking News

Bihar assembly

স্পিকারের কথা না শোনার ‘শাস্তি’, বিহার বিধানসভা থেকে চ্যাংদোলা করে বের করা হল ৮ বিধায়ককে

বিরোধী বিক্ষোভে গতকাল থেকেই উত্তপ্ত ছিল বিধানসভা।

Marshals evicted 8 MLA's from Bihar assembly | Sangbad Pratidin

ছবি: ANI।

Published by: Kishore Ghosh
  • Posted:March 31, 2022 5:37 pm
  • Updated:March 31, 2022 6:22 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক’দিন আগেই রাজ্যের বিধানসভা শাসক-বিরোধী সংঘর্ষের সাক্ষী হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছিলেন দু’পক্ষের একাধিক বিধায়ক। এবার বিহার বিধানসভায় (Bihar Assembly) ঘটল তুমুল হট্টগোলের ঘটনা। এদিন নীতীশ কুমারের (Nitish Kumar) রাজ্যে অধিবেশনের মাঝপথে ৮ বিধায়ককে চ্যাংদোলা করে বিধানসভার বাইরে বের করা হল। কিন্তু কেন ঘটল এমন ঘটনা?

বৃহস্পতিবার বিহার বিধানসভায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন সিপিআই (CPI) বিধায়করা। তাঁদের বক্তব্য, রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। এর প্রতিবাদেই তাঁরা বিধানসভা কক্ষে বিক্ষোভ দেখানো শুরু করেন। রীতিমতো চিৎকার করা শুরু করেন বিরোধীরা। এই সময় স্পিকার বিজয় কুমার সিনহা (Vijay Kumar Sinha) বিরোধীদের বলেন, এখন অধিবেশন চলতে দিন। পরে এই বিষয়ে আলোচনা হবে। যদিও সে কথা শুনতে রাজি হয়নি বিরোধীরা। এরপরেই মার্শালদের ডেকে বিধায়কদের ঘর থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন স্পিকার।

Advertisement

[আরও পড়ুন: ভয়াবহ সংকটে ভারত! দেশে মজুত মাত্র ৭৪ দিনের জ্বালানি তেল, সংসদে তথ্য দিল কেন্দ্র]

এরপর মার্শালদের মৌখিক অনুরোধ শুনতে রাজি হয়নি বিধায়করা। তাঁরা বিহার সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। তখনই মার্শালরা ৮ বিধায়ককে চ্যাংদোলা করে বিধানসভার বাইরে বের করে দেন বলে জানা গিয়েছে। যখন এইভাবে বিধায়কদের বের করা হচ্ছিল তখনও তাঁরা স্লোগান দিতে থাকেন— ‘গুন্ডাগিরি চলবে না’, ‘একনায়কতন্ত্র চলবে না’।

Advertisement

এই বিষয়ে সিপিআই(এমএল) বিধায়ক বীরেন্দ্র গুপ্তা (Virendra Gupta) বলেন, “বিহারে আইন-শৃঙ্খলার অবনতি নিয়ে আমরা আলোচনা চেয়েছিলাম। কিন্তু, এই সরকার আলোচনার জন্য রাজি নয়। মার্শালদের দিয়ে আমাদের বের করে দেওয়া হয়েছে।”

উল্লেখ্য, বুধবারও সরকারের বিরুদ্ধে সরব হয়েছিল বিরোধী নেতৃত্ব। গতকাল আইনশৃঙ্খলা, বন্যা, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং চৌহানের (Giriraj Singh Chouhan) সাম্প্রতিক মন্তব্যের প্রসঙ্গ তুলে হট্টগোল শুরু করেন বিরোধীরা। বিরোধী বিধায়করা ওয়েলে নেমে বিক্ষোভ দেখানোয় চরম অসন্তোষ প্রকাশ করেছিলেন অধ্যক্ষ। আর আজ একেবারে চ্যাংদোলা করে বিধানসভা থেকে বিরোধীদের বের করে দেওয়া হল।  

[আরও পড়ুন: ছিঃ! গর্ভবতী ছাগলকে রাতের অন্ধকারে ধর্ষণ করে খুন, গ্রেপ্তার যুবক]

প্রসঙ্গত, সম্প্রতি রামপুরহাটের (Rampurhat) বগটুই কাণ্ডের ঢেউ আছড়ে পড়েছিল পশ্চিমবঙ্গ বিধানসভায়। এই নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। স্পিকার তাঁদের থামানোর চেষ্টা করেন। তাতে বেড়ে যায় বিক্ষোভের পারদ। হাতাহাতি শুরু হয়ে যায় বিজেপি ও তৃণমূলের জনপ্রতিনিধিদের মধ্যে। ওই ঘটনায় আহত হয়েছিলেন উভয়পক্ষের বিধায়করা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ