Advertisement
Advertisement

Breaking News

শহিদ দিবসে দেশজুড়ে বন্দিত হচ্ছেন ভগৎ সিং, সুখদেব ও রাজগুরু

শহিদদের স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

Martyrs’ Day 2017: Bhagat Singh, Sukhdev Thapar, and Shivaram Rajguru’s sacrifice remembered on Shaheed Diwas.
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 23, 2017 4:01 am
  • Updated:March 23, 2017 4:01 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশপ্রেমিক ভগৎ সিং, সুখদেব থাপার ও শিবরাম রাজগুরুর মতো স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করে বৃহস্পতিবার দেশজুড়ে পালিত হচ্ছে ৮৬-তম শহিদ দিবস৷ ব্রিটিশ শাসনকে অগ্রাহ্য করে, দেশের স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির দড়ি গলায় পরেছিলেন যাঁরা, আজ তাঁদের স্মরণ করছে দেশবাসী৷

রাজধানী দিল্লি-সহ দেশের একাদিক প্রান্তে আজ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নায়্ডু, রবিশঙ্কর প্রসাদ থেকে শুরু করে খেলোয়াড় বীরেন্দ্র শেওয়াগ, মহম্মদ কাইফও শহিদদের স্মরণে টুইট করেছেন৷

২৩ মার্চকে শহিদ দিবস বা সর্বদয়া দিবস বলে ঘোষণা করেছে কেন্দ্র৷ মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল বলে অবশ্য ৩০ জানুয়ারিও শহিদ দিবস হিসাবে পালিত হয়৷ আজ লাহোরের শাদমান চকেও মহা সমারহে পালিত হচ্ছে শহিদ দিবস৷

কারণ ১৯৩১-এ ২৩ মার্চ লাহোর ষড়যন্ত্রে জড়িত থাকার অপরাধে সেখানেই ফাঁসিতে ঝোলানো হয় ভগৎ সিং, সুখদেব থাপার ও শিবরাম রাজগুরুকে৷ লাহোর হাইকোর্টের কড়া নির্দেশ, যাঁরা শহিদ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন, তাঁদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে পুলিশকে৷ মাত্র ২৩ বছরের ভগৎ সিংয়ের শহিদ হওয়া আজও দেশের যুব সম্প্রদায়কে উদ্বুদ্ধ করে৷ কোটি কোটি ভারতীয়র চোখে ভগৎ সিং, সুখদেব ও রাজগুরু আজও জাতীয়তাবাদের মুখ, বরেণ্য৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ