Advertisement
Advertisement
Jammu and Kashmir

ভোট বানচালই উদ্দেশ্য! কাশ্মীরে সন্ত্রাসে ছড়াতে নেতৃত্বে জইশ প্রধান মাসুদের ভাই অসগর

সুপ্রিম নির্দেশ আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে কাশ্মীরে বিধানসভা ভোট করাতে হবে নির্বাচন কমিশনকে।

Masood Azhars younger brother Rauf Asghar running the terror in Jammu and Kashmir
Published by: Kishore Ghosh
  • Posted:August 12, 2024 9:48 pm
  • Updated:August 12, 2024 9:48 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরে লাগামছাড়া জঙ্গি তৎপরতায় উদ্বেগে ভারতীয় সেনা। উপত্যকায় নাশকতা ছড়াতে নেতৃত্ব দিচ্ছে জইশ-ই-মহম্মদের প্রধান মৌলানা মাসুদ আজহারের ভাই রউফ আসগর। সাম্প্রতিক গোয়েন্দা রিপোর্টে এমনটাই জানা গিয়েছে।নিয়ন্ত্রণরেখা (LOC) পেরিয়ে ধারাবাহিক ভাবে উপত্যকায় জঙ্গি অনুপ্রবেশের পিছনে রউফের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে গোয়েন্দা রিপোর্টে।

আগেই জানা গিয়েছিল, আফগানিস্তানে আমেরিকার সেনাদের ফেলে যাওয়া অস্ত্র তালিবানের হাত ধরে পাকিস্তানি জঙ্গিদের মাধ্যমে ঢুকছে কাশ্মীরে। গত কয়েক মাসে জম্মু এবং দক্ষিণ কাশ্মীর মূলত জঙ্গিদের নিশানা হয়ে দাঁড়িয়েছে। পাক অধিকৃত কাশ্মীরে প্রশিক্ষণপ্রাপ্ত অন্তত ৩৫ জন জঙ্গি ওই এলাকায় সক্রিয় রয়েছে। সেনার তরফে জানানো হয়েছে মূলত সাম্বা এবং কাঠুয়া এলাকায় এলওসি পেরিয়ে তারা কাশ্মীরে ঢুকেছে। এই অনুপ্রবেশের সঙ্গে যুক্ত রউফ আসগর। এই অসগর হল জঙ্গিগোষ্ঠী জইশের প্রধান মাসুদ আজহারের ভাই অসগর। সেই নাশকতায় নেতৃত্ব দিচ্ছে বলেই খবর।

Advertisement

 

Advertisement

[আরও পড়ুন: ৭১-এর পাক আত্মসমর্পণের ভাস্কর্য ভাঙচুর বাংলাদেশে, কড়া প্রতিক্রিয়া শশী থারুরের]

প্রসঙ্গত, সুপ্রিম নির্দেশ আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে কাশ্মীরে বিধানসভা ভোট করাতে হবে নির্বাচন কমিশনকে। নিরাপত্তাবাহিনীর আধিকারিকদের অনেকেই মনে করছেন, সেই ভোট বানচাল করতে মরিয়া হয়ে উঠেছে পাকিস্তান এবং তাদের মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি। যে কোনও মূল্য কাশ্মীরের নির্বাচন বানচাল করতে তৎপর তারা। সেই কারণেই সাম্প্রতিককালে জঙ্গি অনুপ্রবেশের ছয়লাপ এবং বাড়ন্ত নাশকতার ঘটনা।

 

[আরও পড়ুন: চলতি বছরেই কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচন, দিনক্ষণ বেঁধে দিল সুপ্রিম কোর্ট

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ