Advertisement
Advertisement

নিখোঁজ পড়ুয়ার মা’কে হেনস্তার অভিযোগ দিল্লি পুলিশের বিরুদ্ধে

এদিন তাঁকে ইন্ডিয়া গেটের কাছে ধরনাস্থল থেকে দৃশ্যত টেনে হিঁচড়ে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ৷

massive demonstration against alleged inaction by the police
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 7, 2016 1:50 pm
  • Updated:November 7, 2016 1:57 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ছাত্র নাজিব আহমেদের মা ফতিমা নাফিসকে হেনস্তা করার অভিযোগ উঠল দিল্লি পুলিশের বিরুদ্ধে৷ এদিন তাঁকে ইন্ডিয়া গেটের কাছে ধরনাস্থল থেকে দৃশ্যত টেনে হিঁচড়ে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ৷ বেশ কিছুক্ষণ আটক রাখা হয় মন্দিরমার্গ থানায়৷ তারপর তাঁকে ছেড়ে দেওয়া হয়৷ এই ঘটনার পর অসুস্থ হয়ে পড়েন ফতিমা৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ ছাত্র নাজিবের হদিশ পাওয়ার দাবিতে এবং পুলিশি গাফিলতির প্রতিবাদে রবিবার ইন্ডিয়া গেটের কাছে ধরনা এবং অবস্থান বিক্ষোভের জন্য জমায়েত হন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা৷

যদিও পুলিশ আগেই তাদের লিখিতভাবে সাবধান করে দিয়েছিল৷ ওই এলাকায় ১৪৪ ধারা জারি থাকার কারণে সেখানে জমায়েত নিষিদ্ধ৷ তার বদলে পড়ুয়াদের যন্তরমন্তরে ধরনা ও অবস্থান বিক্ষোভ করার পরামর্শ দিয়েছিল পুলিশ৷ কিন্তু পুলিশি নির্দেশ অমান্য করে এনএসইউআই, সিওয়াইএসএস এবং জেএনইউএসই – এই তিন ছাত্র সংগঠন জমায়েত করে সেই ইন্ডিয়া গেটেই৷ এরপর বিশাল পুলিশবাহিনী গিয়ে তাদের জোর করে সেখান থেকে তুলে দেয়৷ ধরনাস্থলে পুলিশের সঙ্গে পড়ুয়াদের প্রথমে তীব্র বাদানুবাদ, পরে হাতাহাতি এবং ধস্তাধস্তি হয়৷ সেই সময় বেশ কয়েকজন পড়ুয়া চোট পান৷ জেএনইউয়ের পড়ুয়াদের সবাইকে আটক করে মন্দিরমার্গ থানায় নিয়ে আসা হয়৷ ধরনার প্রথম সারিতে বসেছিলেন নিখোঁজ নাজিবের মা ফতিমা নাফিস৷ তিনি অবস্থান বিক্ষোভ থেকে সরতে নারাজ ছিলেন৷ পড়ুয়াদের সঙ্গে তিনিও ধরনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতেই তাঁদের উপর কার্যত ঝাঁপিয়ে পড়েন মহিলা পুলিশকর্মীরা৷

Advertisement

এরপর ফতিমাকে টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে তোলা হয়৷ ঘটনার খবর পেয়ে মন্দিরমার্গ থানায় চলে আসেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ ফতিমা-সহ আটক পড়ুয়াদের মুক্তির দাবি জানান তিনি৷ পুলিশ জানায়, সবাইকে মুক্তি দেওয়া হয়েছে৷ এরপর কেজরিওয়াল ফোনে ফতিমার সঙ্গে কথা বলে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন৷ এছাড়াও নাজিবকে দ্রূত খোঁজার দাবি জানিয়ে এবং জেএনইউয়ের সর্বশেষ পরিস্থিতির খবর দিতে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন অরবিন্দ কেজরিওয়াল৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ