Advertisement
Advertisement

Breaking News

‘পুরুষও নন, মহিলাও নন’, মায়াবতীকে কুরুচিকর আক্রমণ বিজেপি বিধায়কের

বিতর্ক তুঙ্গে উত্তরপ্রদেশে।

 Mayawati is neither a man nor a woman, BJP MLA slams BSP Leader
Published by: Tanujit Das
  • Posted:January 20, 2019 11:04 am
  • Updated:January 20, 2019 11:08 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মায়াবতীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়লেন উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সাধনা সিং৷ বিএসপি সুপ্রিমকে ‘কিন্নর’ বলে কটাক্ষ করেন তিনি৷ তাঁর কুরুচিকর মন্তব্যকে ঘিরে এখন তুঙ্গে রাজনৈতিক চর্চা৷ মতাদর্শগত পার্থক্য থাকতেই পারে, তবে একজন মহিলা হয়ে অপর মহিলা সম্পর্কে কীভাবে এমন নিম্নরুচির মন্তব্য করলেন এই বিজেপি নেত্রী? তা নিয়ে প্রশ্ন উঠেছে৷

[ইডির নিশানায় জাকির নায়েক, বাজেয়াপ্ত ১৬ কোটির সম্পত্তি ]

Advertisement

শনিবার উত্তরপ্রদেশের ছান্দাউলির জনসভায় প্রথম থেকেই সপা-বসপা জোটকে আক্রমণ করেন মুঘলসরাইয়ের বিজেপি বিধায়ক সাধনা সিং৷ সরাসরি নিশানা করেন বিএসপি নেত্রী মায়াবতীকে৷ বলেন, ‘‘আমার মনে হয়, এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী পুরুষও নন, আবার মহিলাও নন৷ তাঁর সামান্যতম আত্মসম্মান বোধ নেই৷ ক্ষমতার লোভে নিজের সম্মান বিক্রি করে দিয়েছেন তিনি৷ মহিলা জাতির কলঙ্ক উনি৷’’ এমনকী, বিএসপি নেত্রীকে আক্রমণ করতে গিয়ে মহাভারতের মুখ্য মহিলা চরিত্র দ্রৌপদীর উদাহরণও টেনে আনেন সাধনা সিং৷ যখন বিজেপি নেত্রী মায়াবতীকে এমন কুরুচিকর ভাষায় আক্রমণ করছেন, তখন মঞ্চেই ছিলেন  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের ছেলে তথা নয়ডার বিজেপি বিধায়ক পঙ্কজ সিংও৷ যদিও সাধনা সিংয়ের মন্তব্যের কোনও প্রতিবাদ করতে দেখা যায়নি তাঁকে৷

Advertisement

[দুর্নীতি আটকেছি বলেই ওরা জোট বেঁধেছে, মমতার ব্রিগেডকে কটাক্ষ মোদির]

এদিকে সাধনা সিংয়ের বিরুদ্ধে পালটা তোপ দেগেছেন বিএসপি নেতা সতীশ মিশ্র৷ কটাক্ষের সুরে এই বিএসপি নেতা বলেন, ‘‘এই মন্তব্যের মধ্য দিয়েই বিজেপি নেতাদের রুচি বোঝা যায়৷’’ তিনি আরও জানান, উত্তরপ্রদেশে এসপি-বিএসপি জোট চূড়ান্ত হওয়ার পরই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন বিজেপি নেতারা৷ যত দ্রুত সম্ভব তাঁদের আগ্রা ও বরেলির পাগলাগারদে ভরতি হওয়া প্রয়োজন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ