BREAKING NEWS

২৬ জ্যৈষ্ঠ  ১৪৩০  শনিবার ১০ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে দুই সন্তানকে খুন মায়ের! ঘটনার নৃশংসতায় শিউরে উঠছে দেশ

Published by: Sulaya Singha |    Posted: March 25, 2023 9:20 am|    Updated: March 25, 2023 9:20 am

Meerut: Mother with help of her lover murders two minor children | Sangbad Pratidin

ছবি: প্রতিকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে সন্তানের কাছে সবচেয়ে নিশ্চিন্তের আশ্রয় হল মা। কিন্তু সেই মা নিজেই যখন ভক্ষক হয়ে ওঠে, তখন শিউরে উঠতে হয় গোটা দেশ। এমনই নৃশংস এক ঘটনার সাক্ষী রইল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মীরাট। প্রেমিককে সঙ্গী করে নিজেরই দুই সন্তানকে খুনের অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে।

পুলিশের তরফে জানানো হয়েছে, প্রেমিক ও তাঁর চার সঙ্গীর সঙ্গে হাত মিলিয়ে নিজের ১০ বছর ও ছ’বছরের দুই সন্তানকে খুনের অভিযোগ উঠেছে ওই মহিলার বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম নিশা। পুরসভার কাউন্সিলর সৌদ ফইজির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। ফইজি ও তাঁর চার সঙ্গীই নিশার দুই সন্তানকে খুন করতে নিশাকে সাহায্য করে বলে অভিযোগ।

[আরও পড়ুন: শিক্ষাদানের অভিনব পদ্ধতি উদ্ভাবন, শিক্ষা মিশনে ‘প্রাইম মিনিস্টারস অ্যাওয়ার্ড’ পাচ্ছে বাঁকুড়া]

সিটি এসপি পীয়ূষ সিং জানান, ১০ বছরের নাবালককে নিজের বাড়িতেই খুন করা হয়। আর ৬ বছরের শিশুকন্যা খুন হয় ফইজির এক সঙ্গীর বাড়িতে। দু’জনকে খুনের পর বাক্সবন্দি করে দেহ জলে ভাসিয়ে দেন অভিযুক্তরা। তদন্তে নেমে পুলিশ আরও জানতে পারে, নিজের স্বামীকে ছেড়ে ফইজিকে বিয়ে করতে চেয়েছিলেন নিশা। ফইজি তাতে রাজিও ছিলেন। কিন্তু নিশার দুই সন্তানের দায়িত্ব নিতে চাননি তিনি। আর সেই কারণেই খুনের ছক কষা হয়। নিশাকে জিজ্ঞাসাবাদের সময় বয়ানে অসঙ্গতি পাওয়া যায়। সেখান থেকেই সন্দেহ দানা বাঁধে। এরপর ফইজিকে জেরা করতে অপরাধ স্বীকার করে নেন তিনি বলে খবর। গোটা ঘটনা সামনে আসতেই শিউরে উঠছেন যোগীরাজ্যের বাসিন্দারা।

[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের জালে OMR শিট প্রস্তুতকারী সংস্থার আধিকারিক]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে