Advertisement
Advertisement

Breaking News

দিল্লির রাস্তায় দিনেদুপুরে দাপিয়ে বেড়াচ্ছে ‘হিজাবি বাইকার’

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরনে কালো লেদার জ্যাকেট, জিন্স, হাই হিল বুট। সঙ্গে হিজাব। দিল্লির রাস্তায় দিনেদুপুরে বাইক নিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন বছর বাইশের এক যুবতী। নাম রোশনি মিসবা। গাজিয়াবাদের মেয়ে। জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটিতে আরবিক অ্যান্ড কালচারাল স্টাডিজ নিয়ে এমএ করছে। ক্যাম্পাসে ‘হিজাবি বাইকার’ বলে পরিচিত তিনি। এতদিন দিল্লির মানুষের মুখে মুখে ফিরত এই ‘হিজাবি […]

meet delhis 22 year old hijabi biker
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 11, 2017 12:55 pm
  • Updated:February 11, 2017 12:55 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরনে কালো লেদার জ্যাকেট, জিন্স, হাই হিল বুট। সঙ্গে হিজাব। দিল্লির রাস্তায় দিনেদুপুরে বাইক নিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন বছর বাইশের এক যুবতী। নাম রোশনি মিসবা। গাজিয়াবাদের মেয়ে। জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটিতে আরবিক অ্যান্ড কালচারাল স্টাডিজ নিয়ে এমএ করছে। ক্যাম্পাসে ‘হিজাবি বাইকার’ বলে পরিচিত তিনি। এতদিন দিল্লির মানুষের মুখে মুখে ফিরত এই ‘হিজাবি বাইকার’-এর কথা। কিন্তু ধীরে ধীরে ইন্টারনেট সেনসেশন হয়ে উঠেছে মেয়েটি।

ROSHNI_WEB3

Advertisement

ক্লাস নাইন থেকে বাইক চালান রোশনি। কিন্তু জামিয়া মিলিয়াতে ভর্তি হওয়ার পরই প্রথম নিজের বাইকটি হাতে আসে তাঁর। মেয়ের কলেজে যাতায়াতের সুবিধার জন্য বাবা তাকে কিনে দেন বাজাজ অ্যাভেঞ্জার। তবে মাস কয়েক এই বাইকটি চালিয়ে আর ভাল লাগছিল না। পাঁচ মাসের মধ্যে সেই বাইক বিক্রি করে একটি স্পোর্টস বাইক কেনেন। আপাতত হন্ডা সিবিআর রেপসল হাঁকিয়ে দিল্লির রাস্তায় ঘুরে বেড়ান তিনি।

Advertisement

দেখুন কী বলছে রোশনি…

রাস্তা দিয়ে যখন বাইক নিয়ে এই ‘হিজাবি বাইকার’ ছোটেন, উচ্ছ্বাসে ফেটে পড়ে শিশু, মহিলারা। হাঁ করে তাকিয়ে থাকে তাঁর সমবয়সীরা। স্টাইল আর নারী শক্তির মিশেল ২২ বছরের এই মেয়ে। সকলের পাশে দাঁড়ানোটাই অনুপ্রেরণা, জানান রোশনি। বাইক চালালে ডিপ্রেশনও অনেকটা কমে যায় বলে মনে করেন তিনি। কিন্তু হিজাব পড়ে বাইক চালাতে অসুবিধা হয় না? কিসের সমস্যা! জবাব দিলেন রোশনি। তিনি জানান, “হিজাব আমার জীবনের একটা অংশ। আমার সংস্কৃতির অংশ। আমি হিজাব পরি, সেটা আমার চয়েস। তা কখনও আমার অসুবিধার কারণ হতে পারে না।”

ROSHNI_WEB2

একাধিক বাইকার গ্রুপের সঙ্গে যুক্ত রোশনি। রয়্যাল এনফিল্ড হোক বা স্পোর্টস বাইক, সবেতেই স্বচ্ছন্দ্য সে। দ্য বাইকারনি অ্যাসোসিয়েশনের দিল্লি চ্যাপটারেরও সদস্য সে। বাইকে গোটা বিশ্ব ঘুরে বেড়ানোর স্বপ্ন রোশনির চোখে। সব ঠিকঠাক চললে এ বছরই হয়তো বাইকে লাদাখ ঘুরে আসবেন তিনি।

ROSHNI_WEB1

উলুবেড়িয়ায় ব্যাঙ্ককর্মীর রহস্যমৃত্যু, ফেসবুকে সুইসাইড নোট 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ