Advertisement
Advertisement

‘ছেলেরা পরনের জিনসই সামলাতে পারে না, বোনকে কী করে রক্ষা করবে?’

এখনকার পুরুষরা মহিলাদের মতো, কানের দুল পরে।

Men in jeans can't protect sisters: Rajasthan Women's Panel Chief
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 8, 2018 3:42 pm
  • Updated:September 13, 2019 3:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনকার দিনের ছেলেরা তো লো ওয়েস্ট জিন পরছে। তারা তো নিজেদের জিনস সামলেই ঠিকঠাক পথ চলতে পারে না। কি করে তাদের বোনেদের রক্ষা করবে? বিশ্ব নারী দিবসের আগে এই প্রশ্ন তুললেন রাজস্থান মহিলা কমিশনের চেয়ারপার্সন সুমন শর্মা। একই সঙ্গে পুরুষদের সাম্প্রতিক মেকওভার নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না।

[বিপাকে ডি-কোম্পানি, দুবাইতে গ্রেপ্তার দাউদ ঘনিষ্ঠ ফারুক টাকলা]

এক অনুষ্ঠান মঞ্চ থেকে সুমন শর্মা বলেন, ‘আজকালকার ছেলেরা  মহিলাদের মতো সাজগোজ করে। এমন সময়ও ছিল, যখন মেয়েরা চওড়া বুকের পুরুষকে পছন্দের তালিকার শীর্ষে রাখত। এখন কিন্তু এসব দেখা যায় না। এখনও পুরুষদের বুকে চুলই নেই। তারা কানের দুল পরছে। নিজেদের জিনস সামলেই সোজা হতে পারে না। কী করে তাদের বোনেদের রক্ষা করবে ?’

Advertisement

মহিলাদের উদ্দেশ্যে বলেন, মেয়েরা স্বাধীনতা পেয়েছে, ঠিক আছে। তবে সেই স্বাধীনতার ব্যবহার যেন বাঁধন ছাড়ার মতো না হয়। সেদিকে খেয়াল রাখা উচিত। মহিলা ও পুরুষ সমাজে পরস্পর পরস্পরের পরিপূরক। একজন সফল মহিলা, পুরুষকে ছাড়া বেশিদিন সফলভাবে চলতে পারেন না। সমাজের ভারসাম্য বজায় রাখতে দুই পক্ষকেই একসঙ্গে চলতে হবে। দু’তরফের আচরণেই কোথাও মাত্রা থাকবে। তাহলেও সহাবস্থান থাকবে। শান্তি থাকবে। ছেলেমেয়েদের মধ্যে এই মূল্যবোধ জাগাতে মহিলাদের উদ্যোগ নিতে হবে। সন্তান শুধু সন্তান নয়, পরিপূর্ণ মানুষ যাতে হয়ে উঠতে পারে তা পরিবারকেই দেখা উচিত। বিশেষ করে মাকে। কেন না ভবিষ্যতের পুরুষ কিন্তু মায়ের শিক্ষাতেই বেড়ে উঠছে। তাই সুস্থ সমাজ পেতে হলে নিজের পরিবার থেকে সেই কাজ শুরু করতে হবে। এককথায় মহিলা পুরুষ কেউই একে অপরের থেকে এগিয়ে নয়। দুজনে একই প্ল্যাটফর্মে অবস্থান করছে। একেবারে সমান সমান।

Advertisement

[মূর্তি ভাঙার রাজনীতি অব্যাহত, এবার কেরলে ক্ষতিগ্রস্ত মহাত্মা গান্ধীর মুখাবয়ব]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ