সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও জঙ্গি হানা জম্মু ও কাশ্মীরে। শনিবার জম্মু ও কাশ্মীরের পাম্পোরে সেনাবাহিনীর কনভয়ে অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। পাম্পোরে শ্রীনগর-জম্মু ন্যাশনাল হাইওয়ের উপর এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।
শনিবার দুপুরে পাম্পোরে সেনাবাহিনীর কনভয়ে জঙ্গি হামলা হলে তিন সেনার মৃত্যু হয়।
এদিন লোকালয়ের ভিতর সেনাবাহিনীর উপর জঙ্গিরা হামলা চালালে পাল্টা আক্রমণ চালায়নি সেনাবাহিনী। সিআরপিএফ আধিকারিক জানিয়েছেন, “সেই সময় আশেপাশে সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তাঁদের নিরাপত্তার খাতিরে পাল্টা আক্রমণ করেনি সেনা।”
এই ঘটনার পরই অঘোষিত বনধ নেমে আসে পাম্পোরে। নিরাপত্তার খাতিরে সেনাবাহিনীর জওয়ানরা গোটা অঞ্চলটি ঘিরে রেখেছে বলে খবর পাওয়া গিয়েছে। জঙ্গিদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি।