Advertisement
Advertisement

মহিলা পর্যটকদের স্কার্টে না, ‘ফতোয়া’র সাফাই মন্ত্রীর

শুধু ধর্মস্থানের প্রেক্ষিতেই তিনি এ কথা বলেছিলেন বলে সাফাই দিলেন মন্ত্রী৷

Minister Manish Sharma clarifies his 'No skirt' comment for Tourists
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 29, 2016 3:31 pm
  • Updated:August 29, 2016 3:33 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলা পর্যটকদের পরনে স্কার্ট না-পসন্দ তাঁর৷ এমনকী রাতপোশাকে তাঁরা বাইরে কোথাও যান এমনটাও চান না তিনি৷ কেন্দ্রীয় মন্ত্রী মহেশ শর্মার এ মন্তব্যের পর বিতর্ক ছড়াতেই ড্যামেজ কন্ট্রোলে নামলেন তিনি৷ নিজের বক্তব্য পরিষ্কার করে তাঁর সাফাই, স্রেফ ধর্মস্থানের জন্য এ কথা বলেছিলেন তিনি৷

রবিবার পর্যটকদের কী করণীয় এ নিয়ে কথা বলতে গিয়েই এ মন্তব্য করেছিলেন মন্ত্রী৷ জানিয়েছিলেন, কোনও বিদেশী পর্যটক এখানে এলে তাঁদের হাতে এখানে ‘ওয়েলকাম কিট’ দেওয়া হয়৷ সেখানে বেশ কিছু নির্দেশ দেওয়া আছে৷ যেমন, রাতে একা ঘোরাঘুরি না করা, স্কার্ট না পরা ইত্যাদি৷ তাঁর এই মন্তব্যের পরই বিতর্ক দানা বাঁধে৷ মহিলা পর্যটকদের জন্য ড্রেস কোড তৈরি করে দেওয়া হচ্ছে বলেই সমালোচনা চলতে থাকে৷ বিতর্কের মুখে পড়ে নিজের মন্তব্যের সাফাই দেন মন্ত্রী৷ জানান, স্রেফ ধর্মসংস্থানের জন্যই স্কার্ট পরা, রাতপোশাক না-পরার কথা উল্লেখ করেছিলেন তিনি৷ তাঁর সাফাই, সংস্কৃতির দেশ ভারতে ধর্মস্থানে পরার নির্দিষ্ট পোশাক আছে৷ সে কথাই মনে করিয়ে দিতে চাইছিলেন তিনি৷ তাঁর মতে কোন মহিলা কী পরবেন তা তিনি ঠিক করে দিতে পারেন না৷ শুধু ধর্মস্থানের প্রেক্ষিতেই তিনি এ কথা বলেছিলেন বলে সাফাই দিলেন মন্ত্রী৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ