Advertisement
Advertisement

সুস্থ হয়েই মানুষের উপকারে হাজির বিদেশমন্ত্রী

এবার কী করলেন সুষমা?

Minister Sushma Swaraj helps get visa for NRI whose father died in India
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 30, 2016 11:19 am
  • Updated:December 30, 2016 11:19 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শারীরিক অসুস্থতা বেশ কিছুটা কাটিয়ে উঠেছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ আর সুস্থ হয়েই আবারও মানুষের সেবায় হাজির হয়েছেন তিনি৷ এনআরআই ভারতীয়দের টুইটার মারফত সাহায্য করে চলেছেন অনবরত৷ সম্প্রতি শিকাগোর এক ভারতীয় বংশোদ্ভূতকে দেশে আসার জন্য দ্রুত ভিসার ব্যবস্থা করে দিলেন মন্ত্রী৷

শিকাগোর বাসিন্দা রোহন শর্মা দ্রুত দেশে ফিরতে চেয়ে মন্ত্রীকে টুইট করেছিলেন৷ জানিয়েছিলেন, তাঁর বাবা ভারতে মারা গিয়েছেন৷ আর সেই কারণেই যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরতে চান তিনি৷ মন্ত্রী সেই টুইট পেয়েই এগিয়ে এসেছেন রোহনের সাহায্যে৷ শিকাগোর ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযেগ করে রোহন এবং তাঁর দুই সন্তানের ভারতে আসার ভিসার ব্যবস্থা করে দিয়েছেন৷ আর এতেই খুব উপকৃত হয়েছেন রোহন এবং তাঁর পরিবার৷ টুইট করেই মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ