Advertisement
Advertisement

Breaking News

অস্ত্রোপচার করে অন্তঃসত্ত্বা মহিলাকে বাঁচালেন বিধায়ক

দীর্ঘদিন ধরে অভ্যাস নেই৷ কিন্তু অস্ত্রোপচারের সময় এতটুকু হাত কাঁপেনি তাঁর৷

Mizoram legislator saves pregnant woman by performing surgery
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 24, 2017 9:58 am
  • Updated:February 24, 2017 9:58 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রসব বেদনায় ছটফট করছিলেন ৩৫ বছরের মহিলা৷ তখনই অস্ত্রোপচারের প্রয়োজন ছিল৷ কিন্তু হাসপাতালের ডাক্তারবাবু নেই৷ গিয়েছেন কোনও এক ট্রেনিং প্রোগ্রামে৷ এবার কী হবে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল রোগীর আত্মীয় ও হাসপাতাল কর্মীদের মনে৷ উত্তর মিলল এলাকার বিধায়কের আগমনে৷ পোশাক ও দস্তানা পরে নিজে ঢুকে গেলেন অপারেশন থিয়েটারে৷ দক্ষ হাতে অস্ত্রোপচার করে নতুন জীবন উপহার দিলেন মহিলাকে৷

বুদ্ধিমান মানুষের জীবনে সুখ থাকে না, মত গবেষকদের

Advertisement

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর-পূর্বের মিজোরাম রাজ্যের সাইহা এলাকায়৷ আর অস্ত্রোপচারকারী বিধায়কের নাম ডঃ কে বেইচুয়া৷ এমবিবিএস পাশ করার পর দুই দশকেরও বেশি সময় ধরে জেনারেল ফিজিশিয়ান হিসেবে কাজ করেছিলেন ডঃ বেইচুয়া৷ কিন্তু ২০১৩ সালে রাজনীতিতে যোগ দেওয়ার পর প্র্যাক্টিস ছেড়ে দিয়েছিলেন৷ কারণ রাজনীতিতে প্রচুর সময় দিতে হয়৷

Advertisement

এবার বাড়ি হবে কৃত্রিম হাড়, ডিমের খোলায়

শেষবার অস্ত্রোপচার করেছিলেন ২০১৩ সালের ডিসেম্বর মাসে৷ তারপর আর ছুরি-কাঁচিতে হাত দেননি ডঃ বেইচুয়া৷ কিন্তু এদিন এলাকা পরিদর্শনে বেরিয়ে যখন শুনতে পান একজন মহিলা প্রসব বেদনায় ছটফট করছেন৷ আর তিনি ছাড়া আর কেউ এমন এলাকায় সেই মুহূর্তে নেই যে সাহায্য করতে পারে তাঁকে৷ দ্বিতীয়বার ভাবেননি বেইচুয়া৷ সঙ্গে সঙ্গে হাসপাতালে গিয়ে উপস্থিত হন৷ অভ্যাস না থাকলেও এতটুকু হাত কাঁপেনি তাঁর৷

টাকার জন্য রোগী আটকে রাখায় মৃত্যু হল যুবকের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ