Advertisement
Advertisement

নোট বাতিল ইস্যুতে বিরোধীদের পাশে চাইলেন মোদি

জনগণকে ইতিবাচক বার্তা দেওয়ার ডাক দিলেন প্রধানমন্ত্রী৷

Modi seeks the support of opposition regarding demonitisation
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 16, 2016 9:02 am
  • Updated:November 16, 2016 9:02 am

নন্দিতা রায়: রাজনীতিকদের নিয়ে মানুষের মনে যে বিরূপ ধারণা রয়েছে, তা দূর করতে সব রাজনৈতিক দলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

মঙ্গলবার দিল্লিতে সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমারের ডাকা সর্বদল বৈঠকে সমস্ত রাজনৈতিক দলের লোকসভা ও রাজ্যসভার নেতাদের এ ব্যাপারে এগিয়ে আসার কথা বলেন তিনি৷ মোদি বলেন, “সংসদ হল এমন একটি সঠিক জায়গা যেখান থেকে রাজনীতিকদের সম্পর্কে ইতিবাচক বার্তা দেওয়া যেতে পারে৷ আর তাঁরা তা সঠিক বিষয়ের উপর আলোচনা করেই দিতে পারেন৷ রাজনীতিকদের সম্পর্কে নানা ধরনের অভিযোগ ওঠে৷ জনগণকে ইতিবাচক বার্তা দেওয়ার সময় এসেছে৷”

Advertisement

আজ থেকেই সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে৷ এর আগে প্রত্যেকবারই প্রধানমন্ত্রী সমস্ত রাজনৈতিক দলকে অধিবেশন চালানোর জন্য সহযোগিতা করার আহ্বান জানালেও এদিন রাজনীতিকদের সম্পর্কে মানুষের মনে ভাল ধারণা তৈরির কথা বলা তাৎপর্যপূর্ণ৷ দিনসাতেক আগেই পাঁচশো ও হাজারের নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷ সেই সিদ্ধান্তকে কেন্দ্র করে বিরোধীরা যেভাবে সরব হয়েছে, তাতে সংসদের শীতকালীন অধিবেশন যে তপ্ত হয়ে উঠবে, তা একপ্রকার নিশ্চিত৷ বিরোধীরা যখন নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে সরকারকে কোণঠাসা করার রণনীতি তৈরি করছে তখন প্রধানমন্ত্রী এহেন মন্তব্য করে পাল্টা রাজনৈতিক চাল দিয়েছেন বলেই মনে করা হচ্ছে৷ নিজের বক্তব্যের মাধ্যমে মোদি এদিন পরিষ্কার করে দিয়েছেন, কালো টাকা রোধ করতে তাঁর নেওয়া পদক্ষেপের বিরোধিতা করে বিরোধীরা আসলে নিজেদের ‘ইমেজ’ খারাপ করছেন৷ আর এই বিষয়টি নিয়ে বিরোধীরা যে পাল্টা তোপের মুখে পড়তে চলেছে, সেই বার্তাও এদিন পরোক্ষে দিয়েছেন মোদি৷ এদিন সরকারি খরচে নির্বাচনী প্রচার এবং লোকসভা ও বিধানসভা ভোট একসঙ্গে করার প্রসঙ্গও বৈঠকে তোলেন মোদি৷

বলেন, “এখন এটা নিয়ে ভাবনাচিন্তা করার সময় এসে গিয়েছে৷ যেহেতু প্রতিটি রাজনৈতিক দলই অর্থনীতিতে হিসাববহির্ভূত টাকার ভূমিকা নিয়ে উদ্বিগ্ন, বিষয়টি সংসদের শীতকালীন অধিবেশনে আলোচনা হোক৷” বিশেষজ্ঞ মহলের মত, সরকারি খরচে নির্বাচনী প্রচারের কথা বলে মোদি এদিন প্রকারান্তরে বার্তা দিয়েছেন, নির্বাচনে কালো টাকার ব্যবহার রুখতে তিনি বদ্ধপরিকর৷

সিদ্ধান্ত ঘোষণার আগে পরিস্থিতি সামাল দিতে সরকারের প্রস্তুতি কতটা ছিল, তা নিয়ে বৈঠকে বিরোধীদের প্রশ্নের জবাব দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ তিনি বলেন, “চূড়ান্ত গোপনীয়তা আবশ্যিক ছিল৷ তা সত্ত্বেও সরকার প্রস্তুতিতে কোনও ফাঁক রাখেনি৷ দুর্নীতি এবং কালো টাকার বিরুদ্ধে লড়াইয়ে এটি সরকারের একটি ছোট পদক্ষেপ৷”

উল্লেখ্য, শীতকালীন অধিবেশনেই গুরুত্বপূর্ণ পণ্য পরিষেবা কর বা জিএসটি সংক্রান্ত তিনটি বিল পাশ হওয়ার কথা৷ এছাড়াও সংসদের দুই কক্ষ মিলিয়ে সারোগেসি, মাতৃত্বকালীন ছুটি, শক্র সম্পত্তি, হুইসলব্লোয়ার প্রোটেকশনের মতো বেশকিছু গুরুত্বপূর্ণ বিলও তালিকায় রয়েছে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement