Advertisement
Advertisement

‘সেলফি’র সৌজন্যে হাজতে অশালীন বস

মহিলা কর্মচারীকে অত্যাচারের ‘সেলফি’ তুলে তাঁকেই হোয়াটসঅ্যাপ করেছিল অত্যাচারী বস৷

Molester boss arrested by the clue of 'Selfie'
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 23, 2016 4:25 pm
  • Updated:May 30, 2023 5:24 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মক্ষেত্রে বসের হাতে বারবার যৌন হেনস্তার শিকার হতে হত৷ দিনের পর দিন অত্যাচার বেড়েই চলেছিল৷ কিন্তু কখনও মুখ ফুটে কাউকে সেকথা বলতে পারেননি দীপা (নাম পরিবর্তিত)৷ কিছুটা প্রাণের ভয়, কিছুটা সম্মানের তাগিদে চুপ করে সইতে হচ্ছিল এই অত্যাচার৷ তবে এক ‘সেলফি’তেই বদলে গেল সব কিছু৷ অপরাধী বসকে সোজা পৌঁছে দিল জেলের অন্দরে৷

অভিযুক্ত হনুমানথারিয়া ‘সেলফি ম্যানিয়াক’৷ দীপা চুপ থাকার কারণে তার সাহস এতটাই বেড়ে গিয়েছিল, সম্প্রতি দীপাকে পিছন থেকে জোর করে জড়িয়ে ধরে সেলফি তুলে তাঁকেই হোয়াটসঅ্যাপ করেছিল সেই ছবি৷ ঘটনাচক্রে সেই ছবি দেখে ফেলেন দীপার স্বামী৷ স্বামীর জেরার মুখে সব কথা তাঁকে খুলে বলেন দীপা৷

Advertisement

স্ত্রীর কথা যাচাই করতে গত রবিবার বাড়ির সামনে লুকিয়ে ছিলেন দীপার স্বামী৷ নিজের চোখে তিনি দেখেন হনুমানথারিয়ার অশালীন কীর্তি৷ এরপরই বেঙ্গালুরুর কামাক্ষীপাল্য থানায় অভিযোগ দায়ের করেন তিনি৷ গ্রেফতার করা হয় অনুমানথারিয়াকে৷ ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৩৪১ ও ৫০৬ ধারায় মামলা চলছে তার বিরুদ্ধে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement