Advertisement
Advertisement

Breaking News

Corona Virus

করোনাকে খতম করার পথে দেশ! আনলক পর্বে প্রথমবার এতটা কম দৈনিক আক্রান্তের সংখ্যা

গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাস প্রাণ কেড়েছে ১১৭ জনের।

more than 9000 people in India tested positive for Corona Virus in last 24 hrs | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:January 26, 2021 10:00 am
  • Updated:January 26, 2021 12:49 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে টিকাকরণ অভিযান শুরু হতেই করোনা সংক্রমণে রাশ টানা গিয়েছে।আগের থেকে দাপট কমেছে মারণ ভাইরাসের। প্রায় এক বছর ধরে দেশবাসীকে আতঙ্কিত করে তোলা কোভিড-১৯-কে চিরতরে বিদায় জানানোর পথে আরও একধাপ এগোল ভারত। মঙ্গলবার একলাফে অনেকখানি কমল দৈনিক করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা।

এদিন সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৯ হাজার ১০২ জন করোনা (Corona virus) আক্রান্ত হয়েছেন। গতকাল যে সংখ্যাটা ছিল ১৩ হাজারের কিছু বেশি। আনলক পর্বে প্রথমবার দেশে দৈনিক সংক্রমণের সংখ্যা ১০ হাজারের কম। দেশে মোট করোনা আক্রান্ত ১ কোটি ৬ লক্ষ ৭৬ হাজার ৮৩৮ জন। গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাস প্রাণ কেড়েছে ১১৭ জনের। সোমবার বুলেটিনে যা ছিল ১৩১। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ১ লক্ষ ৫৩ হাজার ৫৮৭ জন।

Advertisement

[আরও পড়ুন: শত্রু শিবিরে অগ্নিবর্ষণ করবে ‘আকাশ’, চিনকে নজরে রেখে ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের]

এদিকে, প্রতিদিনই বাড়ছে করোনা জয়ীর সংখ্যা। একদিনে দেশে রোগমুক্ত হয়েছেন ১৫ হাজার ৯০১ জন। যা দৈনিক আক্রান্তের থেকে অনেকটাই বেশি। এখনও পর্যন্ত করোনা জয় করে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৩ লক্ষ ৪৫ হাজার ৯৮৫ জন। আর এই সংখ্যাই নতুন করে ঘুরে দাঁড়াতে সাহস জোগাচ্ছে সাধারণকে। স্বস্তি দিচ্ছে স্বাস্থ্যমন্ত্রককেও। বুলেটিন অনুযায়ী, বর্তমানে অ্যাকটিভ কেস কমে হয়েছে ১ লক্ষ ৭৭ হাজার ২৬৬।

ভ্যাকসিন এলেও মানতে হবে কোভিড প্রোটোকল। ঢিলেমি দিলে চলবে না। এ কথা বলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্লোগান দিয়েছিলেন, ‘দওয়াই ভি, কড়াই ভি।’ অর্থাৎ ওষুধের পাশাপাশি নিয়মও মানতে হবে। ঠিক একইভাবে টিকাকরণের পাশাপাশি তাই চলছে নমুনা পরীক্ষাও। ICMR-এর রিপোর্ট অনুযায়ী, দেশে একদিনে ৭ লক্ষ ২৫ হাজার ৫৭৭টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত ১৯ কোটি ৩০ লক্ষেরও বেশি করোনা টেস্ট হয়েছে।

আরও পড়ুন: পদ্মশ্রী সম্মানে ভূষিত মৌমা দাস, নারায়ন দেবনাথ-সহ বাংলার ৭, দেখে নিন তালিকা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ