Advertisement
Advertisement

তৈরি থাকুন, ২০১৭-তেই দেশ জুড়ে চালু হচ্ছে 5G ইন্টারনেট

বছরের সেরা প্রাপ্তি হবে 5G স্পিড, জানালেন 'ট্রাই' চেয়ারম্যান৷

Move over 4G, Internet of Things and 5G will be the flavour of 2017: Trai chairman
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 29, 2016 10:53 am
  • Updated:December 29, 2016 10:53 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৭-য় এ দেশের টেলিকম ইন্ডাস্ট্রিতে আমূল পরিবর্তন আসবে! 4G-র পর আগামী বছর থেকেই দেশজুড়ে শুরু হয়ে যাবে 5G পরিষেবা৷ পোশাকি ভাষায় যাকে বলে ইন্টারনেট অফ থিংগস বা এলওটি৷

(২০১৭-য় পাঁচটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন আনছে Nokia)

নেক্সট জেনারেশন ওয়্যারলেস নেটওয়ার্কসের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা আরও গতিসমৃদ্ধ হবে৷ একসঙ্গে দেশের কয়েক বিলিয়ন হ্যান্ডসেটে এই পরিষেবা চালু হবে৷ বর্তমানে 5G নেটওয়ার্কের গতির মাপকাঠি ও আইনকানুন তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার (ট্রাই) চেয়ারম্যান আর এস শর্মা৷ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, এলওটি বা ফাইভ-জি পরিষেবা নিয়ে কেন্দ্র যথেষ্ট সিরিয়াস ভাবনাচিন্তা শুরু করেছে৷ নতুন বছরের জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে টেলিকম শিল্পের রূপরেখার বার্ষিক পরিকল্পনা নিয়ে বৈঠকে বসবেন ট্রাইয়ের কর্তারা৷ ৭০০ মেগাহার্ৎজের এয়ারওয়েভ নিলামের জন্য নতুন করে দরপত্র হাঁকবে কেন্দ্র৷ ইতিমধ্যেই গুগল, স্যামসাং ইলেকট্রনিক্স, এরিকসন এবি, অরেঞ্জ এসএ, ভেরিজন কমিউনিকেশনের মতো সংস্থা নির্বাচিত দেশে ফাইভ-জি পরিষেবার পরীক্ষামূলক পরিষেবা শুরু করে দিয়েছে৷

Advertisement

(ইজরায়েলের মহিলা সেনার শরীরী নেশায় বুঁদ দুনিয়া)

শর্মা বলেছেন, “ব্যবসায়ীদের কাছ থেকে জানতে চাওয়া হবে, ফাইভ-জি পরিষেবা চালু করতে তাঁদের কী কী পরিকাঠামো দরকার৷ তারপরই টেলিকম প্রযুক্তির নয়া রূপরেখা স্থির করা হবে৷” বর্তমানে দেশে ইন্টারনেটের স্পিড নিয়ে ক্ষোভ চেপে রাখেননি তিনি৷ বলেছেন, “ভারত কেন পিছিয়ে থাকবে? কেন ভারতেই সবার আগে ফাইভ-জি পরিষেবা শুরু হবে না৷ টু-জি, থ্রি-জি এমনকী ফোর-জি পরিষেবা শুরু করতেও সরকার অনেক টালবাহানা করেছে৷” তাঁর এই মন্তব্যে নতুন করে বিতর্ক জন্ম নিতে পারে বলে অনেকে মনে করছেন৷ এর আগে নেট নিউট্রালিটি ও কল ড্রপ নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন শর্মা৷

Advertisement
টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান আর এস শর্মা
টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান আর এস শর্মা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ