BREAKING NEWS

২৪ জ্যৈষ্ঠ  ১৪৩০  বৃহস্পতিবার ৮ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

নেপালে বিমান দুর্ঘটনার দিনই কপ্টার বিভ্রাট, প্রাণরক্ষা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর

Published by: Sucheta Sengupta |    Posted: January 15, 2023 8:28 pm|    Updated: January 15, 2023 8:48 pm

MP CM Shivraj Singh Chouhan's chopper returns due to technical glitch, he is safe | Sangbad Pratidin

ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনের বেলায় নেপালের ভয়ংকর বিমান দুর্ঘটনার খবরে শিউরে উঠেছিলেন বিশ্ববাসী। আর সন্ধের পর কপ্টার বিভ্রাটের খবর মিলল মধ্যপ্রদেশ (Madhya Pradesh) থেকে। খোদ মুখ্যমন্ত্রীর চপারে যান্ত্রিক ত্রুটি। তার জন্য জরুরি অবতরণ করানো হয়েছে। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan)। চপার থেকে নামিয়ে তাঁকে সড়কপথে গন্তব্যে পাঠানো হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রীর চপারে কেন এত বড় গাফিলতি, কেন আগে থেকেই নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হল না, তা নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়েছে। সরকারিভাবে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার সন্ধের দিকে মধ্যপ্রদেশের মানওয়াড় থেকে আকাশপথে ধার যাচ্ছিলেন শিবরাজ সিং চৌহান। কপ্টারটি (Helicopter) ওড়ার পরই ঝাঁকুনি দেয়। সঙ্গে সঙ্গে সেখানেই জরুরি অবতরণ করানো হয় কপ্টারটিকে। নিরাপদে সেখান থেকে মুখ্যমন্ত্রীকে নামান সঙ্গে থাকা নিরাপত্তা আধিকারিকরা। প্রাথমিক তদন্তে দেখা যায়, কপ্টারে যান্ত্রিক ত্রুটি (Technical glitch) হয়েছে। এরপর শিবরাজ সিং চৌহান একটি গাড়িতে উঠে ৭৫ কিলোমিটার দূরে ধারের দিকে রওনা দেন।

[আরও পড়ুন: উত্তর-পূর্বের সংগঠনে জোর, চলতি মাসেই ত্রিপুরা যেতে পারেন মমতা-অভিষেক]

মানওয়াড়ের এসডিপিও ধীরাজ বব্বর জানাচ্ছেন, মুখ্যমন্ত্রীর কপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় তা নিরাপদে অবতরণ করানো হয়। মুখ্যমন্ত্রীর কোনও ক্ষতি হয়নি। সরকারি সূত্রে খবর, এদিন মানওয়াড়ে (Manawar) শিবরাজ সিং চৌহানের জনসভা ছিল। একই কর্মসূচি ছিল ধারে (Dhar)। সেই কারণে তিনি কপ্টারে যাচ্ছিলেন। কিন্তু শেষপর্যন্ত সড়কপথে যেতে হল। 

[আরও পড়ুন: এবার তৃণমূল নেতাদের ঘরের ভিতর বেঁধে রাখার নিদান! বিতর্কে হুগলির BJP সাংসদ লকেট]

চলতি বছর মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন (Madhya Pradesh Assembly Election)। আগামী সপ্তাহে হয়ত দিনক্ষণ ঘোষণা করে দেবে নির্বাচন কমিশন। এখনই প্রচার শুরু করে দিয়েছে ক্ষমতাসীন বিজেপি। কিন্তু শুরুতেই কপ্টার বিভ্রাটের ঘটনা তাতে ধাক্কা দিল বলে মনে করা হচ্ছে। ভিভিআইপি (VVIP) চপারে কীভাবে এমন ত্রুটি,  তা নিয়ে উচ্চপর্যায়ের তদন্তে নেমেছে সরকার।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে