৯ চৈত্র  ১৪২৯  শুক্রবার ২৪ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

নতুন উচ্চতায় মুকেশ আম্বানি, বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় উঠে এলেন ৬ নম্বরে

Published by: Subhajit Mandal |    Posted: July 14, 2020 9:34 am|    Updated: July 14, 2020 9:34 am

Mukesh Ambani pips Larry Page to become 6th richest in the world

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লকডাউনের মারে বিশ্ব অর্থনীতি যখন ধুঁকছে, তখন একের পর এক সম্পত্তি বৃদ্ধির নজির গড়ে চলেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণধার মুকেশ আম্বানি (Mukesh Ambani) । এশিয়ার ধনীতম ব্যক্তির তকমা আগেই পেয়েছিলেন। এবার বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে ষষ্ঠ স্থানে উঠে এলেন তিনি। পিছনে ফেললেন অ্যালফাবেটের অন্যতম কর্ণধার ল্যারি পেজকে।

Mukesh-Ambani

Bloomberg Billionair-এর সূচক অনুযায়ী এই মুহূর্তে বিশ্বের ষষ্ঠ ধনী ব্যক্তি ৬৩ বছর বয়সী এই ধনকুবের। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৭২.৪ বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৫ লক্ষ ৪৪ হাজার কোটির সমান। স্রেফ সোমবারই রিলায়েন্সের শেয়ারের দাম বেড়েছে ৩ শতাংশ। শেয়ারের এই দাম বৃদ্ধির ফলে একদিনেই আম্বানির সম্পত্তি বেড়েছে ২.১৭ বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ প্রায় ১৭ হাজার কোটি টাকা। পরিসংখ্যান বলছে, গত ২২ দিনে যে হারে আম্বানির সম্পত্তি বেড়েছে তা এককথায় অবিশ্বাস্য। স্রেফ শেষ তিন সপ্তাহে আম্বানির সম্পত্তি বেড়েছে প্রায় ৭.৯ বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ প্রায় ৬০ হাজার কোটি টাকা। আর এ সবই সম্ভব হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে গাঁটছড়া বাধার দৌলতে।

[আরও পড়ুন: রাহুলের হস্তক্ষেপেও গলছে না বরফ! বিধায়কদের ভিডিও প্রকাশ করে শক্তি প্রদর্শন পাইলটের]

গত কয়েক সপ্তাহে একাধিক আন্তর্জাতিক সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে আম্বানির সংস্থা রিলায়েন্স। যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ফেসবুক। ফেসবুকের সঙ্গে রিলায়েন্স জিও’র রেকর্ড অর্থের চুক্তির পরই এশিয়ার ধনীতম ব্যক্তির তকমা পান মুকেশ আম্বানি। রেকর্ড ৪৩,৫৭৪ কোটি টাকার বিনিময়ে ফেসবুক (Facebook) রিলায়েন্স জিও’র (Reliance Jio) ৯.৯ শতাংশ শেয়ার কিনে নেয়। উল্লেখ্য, জুন মাসের মাঝামাঝিই রিলায়েন্স ইন্ডাস্ট্রি বেনজিরভাবে নিজেদের ঋণমুক্ত বলে ঘোষণা করে। আম্বানি নিজেই ঘোষণা করেন তাঁর সংস্থার সোনালি অধ্যায় চলছে। Bloomberg Billionair-এর সূচকও সেদিকেই ইঙ্গিত করছে। তাঁরা বলছে, এই গতিতে সম্পত্তি বাড়তে থাকলে খুব শীঘ্রই বিশ্বের সেরা পাঁচ ধনী ব্যক্তির তালিকায় ঢুকে পড়বেন আম্বানি।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে