Advertisement
Advertisement
Adani

ব্যবসায়িক ‘শত্রুতা’ অতীত! প্রথমবার হাত মেলালেন আম্বানি-আদানি

এশিয়ার দুই শীর্ষ ধনকুবেরের মধ্যে গত কয়েক বছর ধরেই চলছে টক্কর!

Mukesh Ambani's Reliance Industries has picked up stake in Adani Power project
Published by: Biswadip Dey
  • Posted:March 28, 2024 9:12 pm
  • Updated:March 28, 2024 9:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁরা দুজনই দেশের শীর্ষস্থানীয় ধনকুবের। কার্যত ‘প্রতিদ্বন্দ্বী’। কিন্তু এবার জোট বাঁধলেন তাঁরা। মুকেশ আম্বানি (Mukesh Ambani) ও গৌতম আদানি (Gautam Adani)। মধ্যপ্রদেশে আদানি পাওয়ারের একটি বিদ্যুৎ প্রকল্পের ২৬ শতাংশ শেয়ার কিনেছে রিলায়েন্স। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের তরফে ওই প্ল্যান্ট থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহারের জন্য একটি চুক্তি স্বাক্ষর করা হয়েছে।

জানা যাচ্ছে, মহান এনার্জেন লিমিটেড নামের ওই সংস্থাটি সম্পূর্ণভাবেই আদানির মালিকানাধীন। রিলায়েন্স এরই ৫ কোটি ইকুইটি শেয়ার কিনেছে। যার মূল্য ৫০ কোটি টাকা। এছাড়াও ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করবে তারা। শেয়ার বাজারে পৃথক ফাইলিংয়ে দুই সংস্থার তরফেই এই বিষয়ে জানানো হয়েছে।

Advertisement

[আরও পড়ুন : নজরে পরিযায়ী ভোটব্যাঙ্ক, নির্বাচনের আগে শ্রমিকদের ঘরে ফেরাতে তৎপর সব দলই]

এই মুহূর্তে এশিয়ার সবচেয়ে ধনী দুই ব্যক্তি হলেন গুজরাটের এই দুই শিল্পপতি। গত কয়েক বছর ধরে তাঁদের মধ্যে কার্যতই টক্কর চলছে। একবার আম্বানি এগিয়ে যান। একবার আদানি তাঁকে টপকান। সংবাদমাধ্যম ও বিশেষজ্ঞরা এই ‘লড়াই’ নিয়ে প্রবল উৎসাহী। কিন্ত এবার প্রথম তাঁরা হাত মিলিয়েছেন। যা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Advertisement

প্রসঙ্গত, আম্বানি যেখানে তেল, গ্যাস, খুচরো, টেলি পরিষেবায় বিনিয়োগে আগ্রহী, সেখানে আদানি মূলত সামুদ্রিক বন্দর, বিমানবন্দর, কয়লা ইত্যাদিতে মনোযোগী। তবে আগামিদিনে নতুন নতুন লক্ষ্য রয়েছে দুই ধনকুবেরের। ২০৩০ সালের মধ্যেই আদানির সংস্থা বিশ্বের সবচেয়ে বড় পুনর্নবীকরণ শক্তির উৎপাদক হয়ে উঠবে। অন্যদিকে গুজরাটে চারটি গিগাফ্যাক্টরি তৈরি করবে রিলায়েন্স। জামনগরে অবস্থিত কারখানাগুলিতে জ্বালানি ব্যাটারি, সবুজ হাইড্রোজেন, ব্যাটারি, সৌর প্যানেল নির্মাণ করা হবে। এবিষয়ে অবশ্য আদানিও বিনিয়োগ করছেন। তিনটি গিগাফ্যাক্টরিতে তৈরি হবে সৌর মডিউল, উইন্ড টার্বাইন, হাইড্রোজেন ইলেকট্রোলাইসার। স্বাভাবিক ভাবেই এই বিষয়ে উভয়ের মধ্যে টক্করের আবহ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। একই ভাবে আদানি যদি ৫জি স্পেকট্রাম কেনায় উৎসাহী হন, তাহলে সেই সংঘাত আরও বাড়তে পারে। তবে আদানি যে ৪০০ মেগাহার্ৎজ স্পেকট্রাম কিনেছেন ২৬ গিগাহার্ৎজ ব্যান্ডে তা পাবলিক নেটওয়ার্কের জন্য নয়। তবে আপাত ভাবে যতই প্রতিদ্বন্দ্বিতা থাক, পারস্পরিক সৌহার্দ্য অবশ্যই রয়েছে দুই টাইকুনের মধ্যে। জামনগরে সম্প্রতি অনন্ত আম্বানির প্রি-ওয়েডিংয়ে উপস্থিত ছিলেন গৌতম আদানিও।

[আরও পড়ুন : ‘ঘরের বউ হলে ধোলাই দিত’, দিলীপের সমালোচনা করতে গিয়ে ‘বেলাগাম’ তৃণমূল বিধায়ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ