Advertisement
Advertisement

Breaking News

হৃদয়ে গভীর যন্ত্রণা নিয়ে রাজ্যসভা থেকে ইস্তফা মুকুলের

উপরাষ্ট্রপতির হাতে ইস্তফাপত্র তুলে দিয়ে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন মুকুল রায়।

Mukul roy Resigns from Rajyasabha MP Post
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 11, 2017 10:16 am
  • Updated:October 11, 2017 10:21 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘোষণা আগেই করে দিয়েছিলেন। তৃণমূলের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করা ছিল স্রেফ সময়ের অপেক্ষা। কথামতো বুধবার উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর হাতে ইস্তফাপত্র তুলে দিয়ে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন মুকুল রায়। ফলে একদা তৃণমূলের সেকেন্ড হাই কম্যান্ডের সঙ্গে আর দলের আর কোনও সম্পর্কই থাকল না।

বাংলার রাজনীতিতে তাঁকে চাণক্য বলা হয়। তৃণমূলকে সাংগঠনিক দিক থেকে শক্তিশালী করে তোলার ক্ষেত্রে সেনাপতির ভূমিকা নিয়েছিলেন। বলা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পর দলকে যদি কেউ হাতের তালুর মতো চিনে থাকেন তবে তিনি মুকুল রায়। সেই মুকুলই ছাড়লেন তৃণমূল। পুজোর আগেই এ ঘোষণা করেছিলেন। দীর্ঘ টানাপোড়েনের পর জানিয়ে দিয়েছিলেন, তৃণমূলে আর নয়। তবে আনুষ্ঠানিকভাবে সাংসদ পদ ছাড়া সম্পন্ন হল আজ। উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর হাতে ইস্তফাপত্র জমা দেন তিনি। কেন তিনি দল ছাড়তে চাইছেন তা জানিয়ে, পুরো বিষয় বিবেচনা করতে বলেন। পরে সাংবাদিক বৈঠক করে তাঁর দল ছাড়ার কথা প্রকাশ্যেও জানান। হৃদয়ে গভীর যন্ত্রণা নিয়েই এ কাজ করেছেন বলে প্রাথমিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন তিনি।

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ