Advertisement
Advertisement

নোট বাতিলে এলআইসি ঘরে তুলল সবচেয়ে দামি বিমা

টাকার অঙ্ক জানলে চোখ কপালে উঠবে!

Mumbai: Man buys LIC's costliest policy for Rs 50 crore premium
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 3, 2016 4:58 pm
  • Updated:December 3, 2016 5:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাগ্যিস ৫০০ ও ১০০০ টাকার পুরনো নোট বাতিল হয়েছিল! নইলে রাষ্ট্রায়ত্ত সংস্থা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন তাদের সবচেয়ে বড় অঙ্কের বিমা বোধহয় হাতছাড়া করে ফেলত! ঠাট্টা ভাবছেন? মোটেও নয়! প্রধানমন্ত্রী নোট বাতিল বলে ঘোষণা করার পরই দেশের সবচেয়ে বড় জীবন বিমা সংস্থার মুম্বইয়ের দাদর শাখা গত বুধবার প্রায় ৫০ কোটি টাকা আয় করেছে এক ব্যবসায়ীর থেকে৷

৩০ নভেম্বর এলআইসির পলিসিগুলি পুরনো হারেই সুদ দিচ্ছিল। তবে ডিসেম্বর থেকে নোট বাতিলের ঘটনার জেরে সুদ কমে যেতে পারে আশঙ্কা করে অনেকেই কোটি কোটি টাকা এলআইসিতে জমা করেছেন। সবমিলিয়ে নভেম্বর মাসের শেষদিনে এলআইসি-র ঘরে ঢুকেছে ২৩০০ কোটি টাকা। সবমিলিয়ে এই বছরের টার্গেটের ৭০ শতাংশই ইতিমধ্যে পূরণ করে ফেলেছে এলআইসি।

Advertisement

ভাবছেন কোন প্ল্যানের জন্য এই বিপুল অঙ্কের টাকা জমা পড়েছে এলআইসি-র ঘরে? সূত্রের খবর, তাদের ‘জীবন অক্ষয় পেনশন প্ল্যান’-এর আওতায় ৫০ কোটি টাকার বিমা করিয়েছেন দিয়েছেন মুম্বইয়ের ওই রিয়াল এস্টেট ব্যবসায়ী৷ সূত্রের খবর, শুধু ‘জীবন অক্ষয়’ থেকেই এলআইসি-র ঘরে এসেছে ৮ হাজার কোটি টাকা। আর তা হয়েছে একমাত্র নোট বাতিলের জেরেই। তবে কোটি টাকার বিমা যে এই প্রথম এলআইসির ঘরে জমা পড়ল তা নয়৷ এর আগে এক জনপ্রিয় বলিউড তারকা প্রায় ২ কোটি টাকার বিমা করিয়ে শিরোনামে এসেছিলেন৷ যদিও এ ধরনের খবর এলআইসি কর্তৃপক্ষ প্রকাশে আনেন না, কিন্তু ভিতরের কোনও না কোনও সূত্র থেকে এধরনের খবর ঠিকই ফাঁস হয়ে যায়৷ দাদরে এলআইসির ঘরে ৫০ কোটি টাকা বিমার খবরও সোশ্যাল মিডিয়াতে ফাঁস হয়ে গিয়েছে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ