Advertisement
Advertisement

আধার কার্ড না থাকায় পড়ুয়াকে বেদম প্রহার, গ্রেপ্তার শিক্ষক

হাসপাতালে ভরতি ১৬ বছরের পড়ুয়া।

Mumbai: Teacher thrashes 16-yr-old for not having Aadhaar

ছবি:‌ প্রতীকী

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 29, 2017 11:57 am
  • Updated:August 29, 2019 6:16 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লঘু অপরাধে গুরু দণ্ড। স্কুলে এমনই ঘটনা এখন আকছারই ঘটছে। কখনও ক্লাসে পড়া না পারার জন্য, কখনও আবার ক্লাসে কথা বলার জন্য, শিক্ষকদের রোষের মুখে পড়ছে পড়ুয়ারা। শিক্ষকের বেদম প্রহারে পড়ুয়াকে হাসপাতালে ভরতি করতে হয়েছে, এমন নজির তো ভুরি ভুরি। বস্তুত, গুরুগ্রাম কাণ্ডের পর এখন স্কুলের পড়ুয়াদের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠেছে। আর এবার মুম্বইয়ে আধার কার্ড না থাকায় এক পড়ুয়াকে নির্মমভাবে মারধর করার অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে। মাথায় গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভরতি ওই পড়ুয়া। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

[ফ্লেক্সি ফেয়ার টিকিটিং সিস্টেম পর্যালোচনার সিদ্ধান্ত রেলের]

Advertisement

মুম্বইয়ের ঘাটকোপর এলাকার অক্সফোর্ড ইংলিশ হাইস্কুলের ছাত্র সোহেল আনসারি। রোজকার মতোই শুক্রবারও স্কুলে গিয়েছিল সে। পরিবারের লোকেদের দাবি, সোহেলের কাছে স্কুলের শিক্ষক শ্যাম বাহাদুর বিশ্বকর্মা জানতে চান, তার আধার কার্ড আছে কিনা। সোহেল জানায়, তার আধার কার্ড নেই। পরিবারের লোকের অভিযোগ, আধার কার্ড না থাকায় সোহেলকে বেধড়ক মারধর করতে শুরু করেন ওই শিক্ষক। সোহেলের মাথায় চোট ছিল। শিক্ষকের মারে গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে। এখন স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন সোহেল।

Advertisement

[রাজস্থানে ২৩ দুষ্কৃতীর লালসার শিকার এক যুবতী, দিশাহীন পুলিশ]

এদিকে, ঘটনার খবর পেয়ে ছেলের স্কুলে যান সোহেলের বাবা-মা। তাঁদের দাবি, সোহেলকে মারধর করার ছবি ধরা পড়েছে স্কুলের সিসিটিভি ক্যামেরায়। এরপরই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ঘাটকোপর থানায় অভিযোগ দায়ের করেন সোহেলের বাবা-মা। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও সোহেলকে মারধরের অভিযোগ অস্বীকার করেছে অক্সফোর্ড ইংলিশ হাইস্কুল কর্তৃপক্ষ।

[পুলিশের মধ্যে চর ঢুকিয়েই কি গ্রেপ্তারি এড়াচ্ছে হানিপ্রীত?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ