Advertisement
Advertisement

গণেশ চতুর্থীর চাঁদা না দেওয়ায় ‘শাস্তি’ পেলেন মুসলিম যুবকরা

কর্মীদের দোকান থেকে জোর করে বাইরে নিয়ে আসে তারা৷ তারপর দোকানের সামনে তাঁদের কান ধরে ওঠ-বস করতে বলা হয়৷

Muslim Workers Forced To Do Sit-Ups After They Refused To Donate Rs.100 For Ganpati Festival
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 23, 2016 4:30 pm
  • Updated:August 23, 2016 4:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গণেশ চতুর্থীর আর বেশি দেরি নেই৷ প্রতিবারের মতো এবারও মহারাষ্ট্রে ধুমধাম করেই গণেশ উৎসব পালিত হবে৷ তবে তার আগেই চাঁদা তোলা নিয়ে জুলুমবাজির ছবি ধরা পড়ল মহারাষ্ট্রের পুণেতে৷ চাঁদা না দেওয়ার জন্য শাস্তি পেতে হল একটি দোকানের ১০ জন মুসলিম কর্মীকে৷ চাঁদা দিতে আপত্তি করায় এমন শাস্তি ভোগ করতে হবে, তা হয়তো স্বপ্নেও ভাবেননি তাঁরা৷ কী শাস্তি? রাস্তার ধারের ফুটপাতে কান ধরে ওঠ-বস করতে হল তাঁদের! আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল৷

মহারাষ্ট্রের পুণের পিম্পরি-চিঞ্চওয়াড়ির কাছে ভোসারি-আলান্ডি রোডের উপর এই ঘটনা ঘটে৷ গত ১৫ আগস্ট তিনজন ব্যক্তি ওই বেকারিতে ঢুকে পড়ে৷ সেই মুহূর্তে বেকারির মালিক দোকানে ছিলেন না৷ বেকারির অধিকাংশ কর্মীই মুসলিম সম্প্রদায়ের বলে জানা গিয়েছে৷ তাই দোকানের কর্মীদের কাছ থেকেই গণেশ পুজোর জন্য ১৫১ টাকা চাঁদা চায় ওই শ্রীরাম গণেশ মণ্ডলের সদস্যরা৷ কিন্তু মালিকের অনুপস্থিতিতে চাঁদা দিতে রাজি হননি কর্মীরা৷ আর তাতেই মাথা গরম হয়ে যায় তিনজনের৷ কর্মীদের দোকান থেকে জোর করে বাইরে নিয়ে আসে তারা৷ তারপর দোকানের সামনে তাঁদের কান ধরে ওঠ-বস করতে বলা হয়৷ সঙ্গে চলতে থাকে নোংরা গালিগালাজ৷ পথ চলতি মানুষেরা গোটা ঘটনার ভিডিও রেকর্ডিং করেন৷ এমনকী, কর্মীদের ওঠ-বস দেখতে এলাকায় ট্র্যাফিক জ্যাম লেগে যায়৷

Advertisement

ঘটনায় তিনজনের বিরুদ্ধে পরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই বেকারি মালিক৷ সেই অভিযোগের ভিত্তিতে প্রকাশ লনড়াগে, গণেশ লনড়াগে ও মহেশ মারেকে গ্রেফতার করেছে পুলিশ৷ জানা গিয়েছে, প্রকাশ্যে চরম হেনস্তার শিকার হয়ে দুঃখে শহর ছেড়ে উত্তরপ্রদেশে নিজেদের বাড়ি চলে গিয়েছেন ওই মুসলিম কর্মীরা৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ