Advertisement
Advertisement

দেশ জুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে গুরু নানক জয়ন্তী

দিল্লি,পঞ্জাব সহ গুরুনানকের স্মৃতি বিজড়িত দেশের বিভিন্ন পবিত্র গুরুদ্বারাগুলিতে ধর্মগ্রন্থ গ্রন্থসাহিব পাঠ করা হচ্ছে৷

Nanak Jayanti is celebrated in all over the Country
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 14, 2016 1:27 pm
  • Updated:November 14, 2016 1:27 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ সোমবার, দেশজুড়ে পালিত হচ্ছে গুরু নানক জয়ন্তী৷ দেশবাসীকে গুরু নানক জয়ন্তীর শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, উপ রাষ্ট্রপতি হামিদ আনসারি৷

টুইটে প্রণব মুখোপাধ্যায় জানান, “গুরু নানক মনুষত্বের প্রতীক৷ তাঁর শিক্ষা এখনও মানুষকে অনুপ্রাণিত করে, শক্তি জোগায়৷”  সত্যের পথে চলার জন্য নানকের আদর্শ মানুষের অনুপ্রেরণা বলে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷

Advertisement

শিখ ধর্মগুরু গুরু নানকের ৫৪৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে দেশের বিভিন্ন গুরুদ্বারগুলি৷ সেজে উঠেছে গুরু নানকের জন্মস্থানও, যা বর্তমানে পাকিস্তানে৷ ঐতিহ্যবাহী এই নানকনা সাহিবে এদেশ থেকে গিয়েছেন প্রায় ১২০০ তীর্থযাত্রী৷ ভারত ছাড়াও বিশ্বের আরও বহু দেশ থেকে এই বিশেষ দিনটিতে নানকনা সাহিব যান ধর্মপ্রাণ শিখরা৷ পাশাপাশি রবিবার রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্তের গুরুদ্বারগুলিতে ভিড় জমিয়েছেন বহু পুণ্যার্থী৷ দিল্লি, পাঞ্জাব সহ গুরু নানকের স্মৃতি বিজড়িত দেশের বিভিন্ন পবিত্র গুরুদ্বারগুলিতে ধর্মগ্রন্থ গ্রন্থসাহিব পাঠ করা হচ্ছে৷ তাতে অংশ নেন বহু শিখ ধর্মাবলম্বী মানুষ৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ