Advertisement
Advertisement
Narendra Modi

ইসরোয় যাওয়ার আগে কংগ্রেসি মুখ্যমন্ত্রীকে বিমানবন্দরে আসতে ‘বারণ’, বিতর্কের জবাব দিলেন মোদি

কেন প্রোটকল ভাঙলেন মোদি?

Narendra Modi explains why he asked Siddaramaiah, D.K. Shivakumar 'to skip' protocol | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:August 27, 2023 11:52 am
  • Updated:August 27, 2023 11:52 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইসরোর (ISRO) বিজ্ঞানীদের সঙ্গে দেখা করতে প্রধানমন্ত্রী আসছেন শুনে বেঙ্গালুরুর হ‌্যাল বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে চেয়েছিলেন কর্ণাটকের মুখ‌্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। কিন্তু মুখ‌্যমন্ত্রীকে আসতে ‘না’ বলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা নিয়ে প্রবল বিতর্ক জাতীয় রাজনীতিতে।

প্রোটোকল ভেঙেছেন মোদি। এমনই অভিযোগ তুলে শনিবার প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছে কংগ্রেস। তাদের দাবি, মোদি ইচ্ছাকৃতভাবে সিদ্দারামাইয়াকে হ‌্যাল বিমানবন্দরে আসতে দেননি। কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ সাফ বলে দিচ্ছেন,”কর্ণাটকের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী তাঁর আগেই ইসরোর বিজ্ঞানীদের সংবর্ধনা দেওয়ায় প্রধানমন্ত্রী বিরক্ত। সম্ভবত সেই কারণেই প্রোটোকলের বিরুদ্ধে গিয়ে তাঁকে স্বাগত জানাতে মুখ্যমন্ত্রীকে বিমানবন্দরে আসতে দেননি তিনি।”

Advertisement

[আরও পড়ুন: ‘বউমাকে রাজি করাও’, স্বামীর মুখে ‘কুকথা’ শুনে গলা কাটল স্ত্রী]

পুরনো দৃষ্টান্ত তুলে জয়রাম রমেশ বলছেন, মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন ২০০৮ সালে যখন চন্দ্রযান ১ সফল হল, তারপরই আহমেদাবাদের স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারে গিয়েছিলেন মোদি। কংগ্রেস (Congress) নেতার প্রশ্ন, সেসব কী ভুলে গেলেন প্রধানমন্ত্রী? রমেশ বলছেন, মোদি সংকীর্ণ রাজনীতি করছেন।

Advertisement

[আরও পড়ুন: ‘বেশ করেছি, একটুও লজ্জিত নই’, বলছেন মুসলিম পড়ুয়াকে পেটানোর নিদান দেওয়া শিক্ষিকা]

এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রীও। মোদি বলেন, “আমি কখন বেঙ্গালুরু পৌঁছব জানতাম না। তাই আমি কর্ণাটকের (Karnataka) মুখ‌্যমন্ত্রী, উপমুখ‌্যমন্ত্রী ও রাজ‌্যপালকে আমাকে স্বাগত জানাতে বিমানবন্দরে আসতে বারণ করি। ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে দেখা করেই চলে যাব। তাই এই সকালে তাঁদের ব‌্যস্ত করতে চাইনি।” উপমুখ‌্যমন্ত্রী ডিকে শিবকুমারের বক্তব‌্য, তিনি প্রধানমন্ত্রীকে আনতে যেতে তৈরি ছিলেন। কিন্তু সরকার পক্ষ থেকে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। এই বিষয়ে রাজনীতি করতে চান না বলে দাবি তাঁর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ