Advertisement
Advertisement

Breaking News

বিশ্বের সেরা ব্যক্তিত্ব মোদি

প্রধানমন্ত্রী মোদিকে জানান আপনার শুভেচ্ছা, LIKE-SHARE-COMMENT করে৷

Narendra Modi Wins Reader’s Poll for TIME Person of the Year
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 5, 2016 12:11 pm
  • Updated:December 5, 2016 12:25 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটাভুটি শেষ৷অনলাইন পাঠকদের ভোটের বিচারে ‘টাইম পার্সন অফ দ্য ইয়ার’ খেতাব জিতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বিশ্বের তাবড় নেতা, শিল্পী ও প্রভাবশালীদের হারিয়ে ২০১৬-র সেরার শিরোপা ছিনিয়ে নিলেন তিনি৷

রবিবার মধ্যরাতে শেষ হয়েছে অনলাইন ভোটাভুটি৷ মোদি পেয়েছেন মোট ভোটের ১৮ শতাংশ৷ বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প, জুলিয়ান অ্যাসাঞ্জদের পিছনে ফেলে দিয়েছেন মোদি৷ তাঁরা পেয়েছেন ৭ শতাংশ ভোট৷ এমনকী, সোশ্যাল নেটওয়ার্কিং ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গও মোদির চেয়ে অনেক কম ভোট পেয়েছেন, মাত্র ২ শতাংশ৷

Advertisement

মোদির এই কৃতিত্বের কথা চাউর হতেই তাঁকে শুভেচ্ছা জানানোর ঢল নেমেছে৷ বিজেপি নেতা থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রীরা, একের পর এক টুইট করেছেন মোদিকে৷ রেলমন্ত্রী সুরেশ প্রভু, কৃষিমন্ত্রী রাধামোহন সিং-প্রত্যেকেই বর্ষসেরা হওয়ার অভিনন্দন জানিয়ে টুইট করেছেন মোদিকে৷

প্রতিবছর ‘টাইম পার্সন অফ দ্য ইয়ার’ বেছে নেন টাইমস-এর সম্পাদকরা। গত এক বছরের সবচেয়ে আলোচিত চরিত্রকে বেছে নেওয়া হয় সেরা হিসাবে৷ এবারও চূড়ান্ত পর্যায়ে ‘টাইম পার্সন অফ দ্য ইয়ার’ বেছে নেওয়া হবে৷ তবে তার আগে পাঠকদের বিচারে এ বছরের সেরা ব্যক্তিত্ব মোদি৷ চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে আগামী ৭ ডিসেম্বর৷ ততদিন পর্যন্ত দেশজুড়ে প্রধানমন্ত্রীর অসংখ্য অনুগামী দুরুদুরু বুকে অপেক্ষা করবেন ফলাফলের জন্য৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ