Advertisement
Advertisement

Breaking News

নাসিক থেকে রিজার্ভ ব্যাঙ্কে পাঠানো হল ৫০ লক্ষ নতুন ৫০০ টাকার নোট

আগামী বছর মার্চ মাসের মধ্যে নাসিকের ছাপাখানাকে ৪০০ মিলিয়ন ৫০০-র নোট ছাপাতে হবে বলে খবর৷

Nashik Note press has sent 5 million new Rs 500 notes to RBI
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 13, 2016 11:12 am
  • Updated:September 8, 2020 1:58 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের জেরে নাজেহাল দেশবাসী৷ ছুটির দিনেও ব্যাঙ্ক এটিএম-এর সামনে লম্বা লাইন৷ ২০০০ টাকার নোট হাতে পেলেও তা খুচরো করাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে৷ তবে এবার খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারেন তাঁরা৷ কারণ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) কাছে নতুন ৫০০ টাকার নোট পাঠাতে শুরু করে দিল নাসিকের কারেন্সি নোট প্রেস৷

গত মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণার পর থেকেই দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে৷ পরিস্থিতি সামলাতে যুদ্ধকালীন ততপরতায় নোট ছাপার কাজ শুরু করে দেয় আরবিআই৷ জানা গিয়েছে, নাসিকের প্রেস ইতিমধ্যেই ৫০০ টাকার ৫০ লক্ষ নতুন নোট আরবিআই-এ পাঠিয়ে দিয়েছে৷ আগামী বুধবার আরও ৫০ লক্ষ ৫০০ টাকার নোট পাঠানো হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে৷ এর পাশাপাশি নাসিকের ওই ছাপাখানায় ২০, ৫০ এবং ১০০ টাকার নোটও ছাপানো হচ্ছে বলে জানান এক আধিকারিক৷

Advertisement

পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের সঙ্গে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন শীঘ্রই বাজারে নয়া ৫০০ এবং ২০০০ টাকার নোট চলে আসবে৷ কিন্তু ২০০০ টাকার নোট এলেও এখন ৫০০-র নোট হাতে পাননি আম আদমি৷ তবে এবার সেই অপেক্ষারও অবসান ঘটতে চলেছে৷ সূত্রের খবর, মাইসুরু এবং পশ্চিমবঙ্গের শালবলিতে ৫০০ ও ২০০০ টাকার নোট আগেই ছাপিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক৷ এবার নাসিক ও মধ্যপ্রদেশের দেওয়াসেও ৫০০ টাকার নোট ছাপানো হচ্ছে৷ আগামী বছর মার্চ মাসের মধ্যে নাসিকের ছাপাখানাকে ৪০০ মিলিয়ন ৫০০-র নোট ছাপাতে হবে বলে খবর৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ