Advertisement
Advertisement

Breaking News

ধারা ৩৫এ-র পক্ষে সওয়াল, জম্মু-কাশ্মীরের পুরভোট বয়কট এসপি-পিডিপির

গণতন্ত্রের ভবিষ্যৎ কী? প্রশ্ন উপত্যকার নাগরিকদের৷

NC, PDP hijack democracy, boycott civic polls in Kashmir
Published by: Tanujit Das
  • Posted:September 7, 2018 9:25 pm
  • Updated:September 7, 2018 9:25 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীর্ষ আদালতে ঝুলে রয়েছে সংবিধানের ৩৫ এ ধারার ভবিষ্যৎ৷ এমত পরিস্থিতিতে এই ধারার পক্ষে এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সওয়াল করেছে জম্মু-কাশ্মীরের দুই রাজনৈতিক দল পিডিপি ও এনসি৷ এখানেই শেষ নয়, স্থানীয় পুরসভার নির্বাচন থেকে সড়ে থাকারও সিদ্ধান্ত নিয়েছে দুই রাজনৈতিক প্রতিপক্ষ৷

তাঁরা যে আসন্ন পুরভোটে অংশগ্রহণ করবেন না, বুধবারই তা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লাহ৷ সংবিধানের ৩৫এ ধারা সম্পর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করুক কেন্দ্র, দাবি তোলেন তিনি৷ একই ভাবে স্থানীয় নির্বাচন থেকে সরে আসার বার্তা দিলেন পিপলস ডেমোক্রেটিক পার্টি বা পিডিপি নেতা রফি আহমেদ মীর৷ বিচারাধীন ৩৫এ ধারা সম্পর্কে জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল সিং-কে মুখ খুলতে বলেন তিনি৷ এইভাবে নির্বাচন বয়কট করাকে গণতন্ত্রের হত্যা বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

Advertisement

[গণপিটুনি নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট, আগামী সপ্তাহের মধ্যেই রিপোর্ট জমার নির্দেশ]

Advertisement

উল্লেখ্য, জম্মু-কাশ্মীরের জন্য প্রদত্ত সংবিধানের ৩৫এ ধারাকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করা হয় দেশের শীর্ষ আদালতে৷ সংবিধানের ৩৫এ ধারার অনুযায়ী, জম্মু-কাশ্মীরের আইনসভা রাজ্যের স্থায়ী বাসিন্দা নির্বাচনের অধিকার পায়৷ সেই স্থায়ী নাগরিকরা বিশেষ সুযোগ-সুবিধা ও অধিকার ভোগ করেন৷ চাকরিক্ষেত্র, স্কলারশিপ ও জমি কেনার অধিকার থেকে বঞ্চিত হন অন্যান্যরা৷ এর বিরুদ্ধেই মামলা চলছে সুপ্রিম কোর্টে৷ যদিও এই আইনের পক্ষেই মত দিয়েছে উপত্যকার একটা বড় অংশ৷ কিন্তু এই ধারা বৈষম্যমূলক বলে দাবি করছেন মামলাকারীরা৷ গত, মাসের শেষের দিকে হয় এই মামলার শেষ শুনানি৷ সেখানে পিছিয়ে মামলার পরবর্তী শুনানির দিনক্ষণ৷ শীর্ষ আদালত জানায়, আগামী বছরের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে হবে মামলার পরবর্তী শুনানি৷

[কাঁধে চেপে হাসপাতালের যাওয়ার পথেই প্রসব মহিলার, ভাইরাল ভিডিও]

পাশাপাশি, বৃহস্পতিবার জম্মু-কাশ্মীর পুলিশ প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এসপি বেদকে৷ তাঁর জায়গায় অস্থায়ী নয়া পুলিশ প্রধান হয়েছেন দিলবাগ সিং৷ ২০১৬-র ডিসেম্বর থেকে উপত্যকার ডিজি হিসাবে কাজ করতে শুরু করেন এসপি বেদ৷ তবে কোনও অজ্ঞাত কারণে তাঁকে সরিয়ে দেওয়া হল পদ থেকে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ