Advertisement
Advertisement

Breaking News

Lok Sabaha Election 2024

গতবারের তুলনায় ভোটের হার কমল ১০ শতাংশ, প্রথম দফায় ইঙ্গিত কোনদিকে?

৬টা পর্যন্ত প্রাপ্ত হিসেবে দেশে ভোট পড়েছে ৬০.০৩ শতাংশ। সবচেয়ে বেশি ভোটদান ত্রিপুরায়। ভোটের হার ৭৯.৯ শতাংশ। ত্রিপুরার পরই রয়েছে বাংলা। এরাজ্যে ভোট পড়েছে ৭৫.৫৭ শতাংশ।

Nearly 60% voting in Phase 1 of Lok Sabha polls against 69.43% in 2019
Published by: Biswadip Dey
  • Posted:April 19, 2024 7:33 pm
  • Updated:April 19, 2024 9:08 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাত দফার লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) প্রথম দফার ভোটগ্রহণ হল শুক্রবার। দেশের ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ হল সব মিলিয়ে ১০২টি আসনে। দেখা যাচ্ছে, সন্ধ্যা ৭টা পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী ২০১৯ সালের তুলনায় ভোট পড়ল অনেকটাই কম। প্রায় ১০ শতাংশ কম।

জানা যাচ্ছে, সব মিলিয়ে ৬টা পর্যন্ত প্রাপ্ত হিসেবে দেশে ভোট পড়েছে ৬০.০৩ শতাংশ। সবচেয়ে বেশি ভোটদান ত্রিপুরায়। ভোটের হার ৭৯.৯ শতাংশ। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছিল ৬৯.৪৩ শতাংশ। অর্থাৎ গতবারের তুলনায় এবার ভোটদান প্রায় ১০ শতাংশ কমেছে।

Advertisement

রাজ্যের হিসেবে ত্রিপুরার পরই রয়েছে বাংলা। এরাজ্যে ভোট পড়েছে ৭৫.৫৭ শতাংশ। এর পরই রয়েছে পুদুচেরি। সেখানে ভোট পড়েছে ৭৩.২৫ শতাংশ। চতুর্থ স্থানে অসম। ৭১.৩৮ শতাংশ ভোটাররা এসেছিলেন বুথে। মেঘালয়ে ভোটদান ৭০.২৬ শতাংশ। বাকি কোনও রাজ্যেই ভোটদান ৭০ শতাংশের ঘরে পৌঁছতে পারেনি। সবচেয়ে কম ভোট বিহারে। মাত্র ৪৭.৪৯ শতাংশ। রাজস্থানে পড়েছে এর চেয়ে সামান্য বেশি ভোট। সেখানে ভোটদানের পরিমাণ ৫০.৯৫ শতাংশ।

Advertisement

[আরও পড়ুন: মে মাসের শুরুতেই মাধ্যমিকের ফলপ্রকাশ, প্রস্তুত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদও]

ভোটের হার কম গতবারের থেকে কম হওয়ার কী অর্থ? শেষপর্যন্ত কে শেষ হাসি হাসবে, তা সময়ই বলবে। কিন্তু আপাতত ওয়াকিবহাল মহলের ধারণা, ভোটের হার কমের দিকে থাকার অর্থ শাসক দলের বিরুদ্ধে ভোট পড়ার সম্ভাবনাই বেশি। অর্থাৎ যে ‘মোদি ঢেউ’-এর কথা বার বার বিজেপিকে (BJP) বলতে শোনা যাচ্ছে, সত্যিই হয়তো তেমন আলোড়ন নেই। তবে সেই অনুমান ঠিক না ভুল তা বোঝা যাবে ৪ জুনই। তার আগে প্রথম দফার ভোটদান নিয়ে নানা জল্পনা শোনা যাচ্ছে। প্রবল দাবদাহও ভোটের হার কমার পিছনে অন্যতম কারণ হতে পারে, এমনটাও শোনা যাচ্ছে। 

[আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকেও এবার সাপ্লির সুযোগ, নয়া নিয়ম জানাল শিক্ষা সংসদ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ