Advertisement
Advertisement

কুকুর নিয়ে ঝামেলার জেরে অ্যাসিড হামলা প্রতিবেশীদের! হাসপাতালে পোষ্যের মালিক

আটক করা হয়েছে অভিযুক্তদের।

Neighbor's attack a man with acidic substance after quarrle, over pet dog in Delhi | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:January 15, 2023 5:45 pm
  • Updated:January 15, 2023 5:45 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাস্তার কুকুর নিয়ে ঝামেলা, কুকুর পোষায় বিধিনিষেধ, কোন কুকুর পোষ্য হবে, তাদের খোলা জায়গায় খাবার দেওয়া যাবে কিনা। সব মিলিয়ে দেশে খবরে সারমেয়। এমনকী সুপ্রিমকোর্টে গড়িয়েছে মামলা। এবার কুকুর (Dog) নিয়ে ঝামেলার জেরে পোষ্যের মালিকের গায়ে অ্যাসিড ছোড়ার অভিযোগ উঠল খোদ দিল্লিতে (Delhi)। এই ঘটনায় অভিযুক্তদের আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ১০টা নাগাদ ঘটনাটি ঘটে দিল্লির উত্তম নগর এলাকায়। পোষ্যকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন যুবক অভিষেক কুমার। সেই সময় সঙ্গে থাকা তাঁর কুকুরকে এক প্রতিবেশী আক্রমণ ও হেনস্তা করে বলে অভিযোগ। কুকুরটিকে লক্ষ্য করে প্রতিবেশী ঢিল ছোঁড়ে বলেও অভিযোগ জানিয়েছেন তিনি। যা নিয়ে বচসা শুরু হয়। বচসা তীব্র আকার ধারণ করে। সেই সময় অভিষেক তাঁর বাবা রাজেশ্বরকেও ঘটনাস্থলে ডেকে আনেন। তাঁর সঙ্গেও প্রতিবেশীর ঝামেলা চলতে থাকে। তখনই মেজাজ হারিয়ে তাঁদের দিকে শৌচালয় পরিষ্কার করার তরল ছোঁড়া হয় বলে অভিযোগ করেছেন যুবক।

Advertisement

[আরও পড়ুন: দেশবাসীকে ‘মহা উপহার’, ৪ দিন আগেই ‘আক্রান্ত’ বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন মোদির]

সেই তরলই লাগে রাজেশ্বরের মাথায়। এর ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দিল্লি এইমস হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভরতি করা হয়েছে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। এর পরে সম্পূর্ণ ঘটনা জানিয়ে পুলিশ অভিযোগ দায়ের করেন যুবক। যার পর অভিযুক্তদের আটক করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয় অ্যাসিড জাতীয় তরলের বোতলটিও।

[আরও পড়ুন: কেকে লেখা ‘বিগ বস’, গ্যাংস্টার ছোটা রাজনের জন্মদিন পালন করে বিতর্কে শিব সেনা নেতা]

প্রসঙ্গত, সম্প্রতি মধ্যপ্রদেশের (Madhya Pradesh) একটি শহরে পোষ্য কুকুরের উপর কর বসানোর সিদ্ধান্ত হয়েছে। মধ্যপ্রদেশের সাগর শহরে ৪০ জন কাউন্সিলরের বৈঠকের পর এই সিদ্ধান্ত হয়েছে। উদ্দেশ্য শহরের বাসিন্দাদের নিরাপত্তা এবং শহর পরিষ্কার রাখা। জানা গিয়েছে নতুন বছরের এপ্রিল মাস থেকে কার্যকর হবে এই নিয়ম।এবার থেকে কুকুরগুলিকে টিকা দেওয়া হবে বলেও জানিয়েছে শহর প্রশাসন। পৌরসভার চেয়ারম্যানের বক্তব্য, কর দাবি করা কর্পোরেশনের জন্য বড় জিনিস নয় কিন্তু মানুষের নিরাপত্তা ও স্বাস্থ্যের জন্য এটা দরকার ছিল।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement