Advertisement
Advertisement

এপ্রিল থেকেই চালু হচ্ছে নতুন কর বিধি

বদলাচ্ছে দশটি কর বিধি।

New Tax reforms to be implemented from April
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 25, 2017 7:35 am
  • Updated:December 28, 2019 3:10 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বুধবারই সংসদে ফিন্যান্স বিল পাস হয়েছে৷ আর তার জেরেই আগামী এপ্রিল মাস থেকে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে কর বিধিতে। বার্ষিক আড়াই লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার আয়ে আর ১০ শতাংশ কর নয়। দিতে হবে ৫ শতাংশ কর। এছাড়া ৮৭এ ধারায় কর ছাড়ের হার পাঁচ হাজার টাকা থেকে কমে আড়াই হাজার টাকা হবে৷ সাড়ে তিন লক্ষ টাকার উপর আয়ে এই ছাড় ধার্য হবে না৷ অর্থাৎ তিন লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার আয়ে সর্বোচ্চ ৭,৭৭০ টাকা বাঁচবে৷ অন্যদিকে, পাঁচ লক্ষ থেকে পঞ্চাশ লক্ষ টাকার আয়ে বাঁচবে ১২,৯০০ টাকা৷ ৫০ লক্ষ থেকে ১ কোটি টাকা আয়ে অতিরিক্ত ১০ শতাংশ সারচার্য ধার্য করা হবে। আর আগের মতোই ১ কোটি টাকার উপরে এই হার হবে ১৫ শতাংশ। আগামী ১ এপ্রিল থেকে চালু হতে চলেছে এই নিয়মগুলি।

 [যন্ত্রণাকাতর ধর্ষিতার পাশে বসে খোশমেজাজে ‘সেলফি’তে মেতে পুলিশ]

এদিকে, ব্যবসায়িক আয় ছাড়া অন্যান্য ক্ষেত্রে ৫ লক্ষ টাকা পর্যন্ত কর-যোগ্য আয়ে ট্যাক্স-রিটার্ন ফর্ম হবে এক পৃষ্ঠার৷ ২০১৮-১৯ আর্থিক বর্ষে রাজীব গান্ধী ইকুইটি সেভিংস স্কিমে বিনিয়োগেও কোন ছাড় মিলবে না৷ শুধু তাই নয়, আয়কর দপ্তরের অভিযানে ৫০ লক্ষ টাকার বেশি গোপন আয় বা সম্পত্তি ধরা পড়লে তার গত ১০ বছরের কর মামলা পুনরায় চালু হবে৷

Advertisement

[যোগীকে ‘গুন্ডা’ বলায় এফআইআর দায়ের পরিচালকের বিরুদ্ধে]

এছাড়া আগামী আর্থিক বছরের আয়কর ৩১ ডিসেম্বর, ২০১৮-র মধ্যে জমা না দিলে ৫০০০ টাকা জরিমানা দিতে হবে। তারপর জরিমানা বেড়ে দাঁড়াবে ১০০০০ টাকা। ক্যাপিটাল গেনের ক্ষেত্রেও সময়সীমা দু’বছর করা হয়েছে৷ অন্যদিকে, প্রতি মাসে ৫০ হাজার টাকার বেশি ভাড়া থেকে আয় ৫ শতাংশ টিডিএস ধার্য হবে৷ ন্যাশনাল পেনসন স্কিমে আংশিক টাকা তোলায় কর কাটা হবে না৷

Advertisement

[যাকে গুলি করেছিলেন, সেই মাও নেতারই প্রাণ বাঁচালেন আইপিএস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ