Advertisement
Advertisement

হায়দরাবাদে আইসিস জঙ্গিঘাঁটির খোঁজ, আটক ১১

হায়দরাবাদে তল্লাশি চালিয়ে আইসিস জঙ্গিডেরার খোঁজ পেল এনআইএ৷

nia-conducts-raids-in-hyderabad-on-suspected-terror-module-6-isis-suspects-detained
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 29, 2016 11:44 am
  • Updated:October 27, 2018 5:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হায়দরাবাদে তল্লাশি চালিয়ে আইসিস জঙ্গিডেরার খোঁজ পেল এনআইএ৷ জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়ার কাজ এখানে চলত বলেই অনুমান করা হচ্ছে৷ সন্দেহভাজন ১১ জনকে আটক করা হয়েছে৷

ভারতে আইসিস জঙ্গিদের শক্তিবৃদ্ধির খবর পেয়ে বেশ কিছুদিন আগে থেকেই শুরু হয়েছে অভিযান৷ ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সন্দেহভাজনদের আটক করা হয়েছে৷ এবার হায়দরাবাদে বড়সড় সাফল্য এল৷ ১০ জায়গায় তল্লাশি চালিয়ে খোঁজ মিলল আইসিস মডিউলের৷ এনআইএ ও হায়দরাবাদ পুলিশের যৌথ উদ্যোগে চলে এই অভিযান৷ গোপনসূত্রে খবর পেয়ে মোঘলপুরা ও ভবানীনগর এলাকায় অভিযান চালানো হয়৷ শহরের পুরনো বাড়িগুলোতেই ঘাঁটি গড়ে দেশে জঙ্গি হানার পরিকল্পনা ছিল আইসিসের৷ ইতিমধ্যেই আটক করা হয়েছে ১১ জন সন্দেভাজনকে৷ অভিযানে নগদ ১৫ লক্ষ টাকা-সহ উদ্ধার করা হয়েছে বিস্ফোরক ও অস্ত্র তৈরির মালমশলাও৷ ইস্তানবুলের আতাতুর্ক বিমানবন্দরে জঙ্গিহানায় যখন সারা দুনিয়া নিন্দামুখর, তখনই দেশের জঙ্গিহানা প্রতিরোধে এই সাফল্য এল৷ সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করে আরও তল্লাশি চালানো হবে বলেও জানানো হয়েছে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement