Advertisement
Advertisement

Breaking News

Nirmala Sitharaman

‘ভারতের এজেন্সিগুলি সর্বদা সজাগ’, আদানি ইস্যুতে অবশেষে মুখ খুললেন অর্থমন্ত্রী

সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পরই আদানি ইস্যুতে মুখ খুললেন নির্মলা।

Nirmala Sitharaman said the country's regulators are very experienced matter relating to the Adani Group crisis | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:February 11, 2023 6:40 pm
  • Updated:February 11, 2023 8:23 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদানিদের শেয়ারে পতন নিয়ে অবশেষে মুখ খুললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। অর্থমন্ত্রী জানিয়ে দিলেন, কোথাও কোনও বেনিয়ম হয়ে থাকলে, সরকারি এজেন্সিগুলি সেটা দেখছে। নির্মলার দাবি, ভারত সরকারের সব নিয়ন্ত্রক সংস্থাই সর্বদা সজাগ। অর্থমন্ত্রীর ইঙ্গিত, নিয়ন্ত্রক সংস্থাগুলির নাকের ডগায় কোনও গোলযোগ হতেই পারে না।

আসলে আদানি (Adani Group) ইস্যুতে একদিন আগেই সুপ্রিম কোর্টে খানিকটা ধাক্কা খেয়েছে কেন্দ্র সরকার। শেয়ার বাজারে ধস নামার নেপথ্য কারণ কী, হিন্ডেনবার্গ রিপোর্ট (Hindenberg Report) সামনে আসার পর থেকে কী পদক্ষেপ করা হয়েছে? এমনই বেশ কিছু প্রশ্নের উত্তর কেন্দ্র ও বাজার নিয়ন্ত্রক সংস্থা SEBI’র দেশের চেয়েছে শীর্ষ আদালত। আগামী সোমবারের মধ্যে এ বিষয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কেন্দ্র ও সেবির যৌথ পরামর্শেই রিপোর্টটি তৈরি করতে হবে।

Advertisement

[আরও পড়ুন: রবির তেজে ৩২ ওভারেই শেষ অস্ট্রেলিয়া, আড়াই দিনে নাগপুর টেস্ট জয় ভারতের]

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কেন্দ্র এবার এই ইস্যুতে কী অবস্থান নেয়। কারণ বিরোধীরা লাগাতার আদানি ইস্যুতে সংসদে আলোচনা চাইলেও কেন্দ্র নারাজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এ নিয়ে এখনও নীরব। এমনকী আদানি ইস্যুতে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi) প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় তুলে সংসদে যে প্রশ্নগুলি তুলেছিলেন, সেটাকেও সংসদের রেকর্ড থেকে মুছে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই আদালতে কেন্দ্র কী অবস্থান নেয় সেদিকে তাকিয়ে গোটা রাজনৈতিক মহল।

Advertisement

[আরও পড়ুন: নাগপুর টেস্টে জয়ের দিনই অস্বস্তি, নিয়ম ভাঙায় জাদেজাকে শাস্তি দিল আইসিসি]

অর্থমন্ত্রী অবশ্য এদিন তা নিয়ে মুখ খুলতে চাননি। শনিবার RBI বোর্ডের সামনে এক বক্তৃতায় নির্মলা (Nirmala Sitharaman) বলেন,”আদালতে সরকার কী অবস্থান নেবে সেটা এখন আমি বলব না। তবে, ভারতের নিয়ন্ত্রক এজেন্সিগুলি ভীষণই অভিজ্ঞ। প্রত্যেকটি এজেন্সি নিজের নিজের ক্ষেত্রে বিশেষজ্ঞ। তাছাড়া প্রত্যেকটি নিয়ন্ত্রক সংস্থা পুরোপুরি সজাগ আছে। আজকে বলে নয়, চিরদিন।” বস্তুত নির্মলা ঘুরিয়ে দাবি করলেন আদানি নিয়ে কোনও বেনিয়ম হলে সেটা ভারতীয় নিয়ন্ত্রকরা টের পেতেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ