Advertisement
Advertisement

ব্যাঙ্কের বেসরকারীকরণ নয়, আশ্বাস জেটলির

এখনই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারীকরণের কোনও সম্ভাবনা নেই৷

No bank privatisation: FM Arun Jaitley
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 8, 2016 12:52 pm
  • Updated:August 12, 2021 6:07 pm

জ্যোতির্ময় কর্মকার: দেশের ব্যাঙ্কিং ক্ষেত্রে বিপুল সংস্কারের পরিকল্পনা নিলেও এখনই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারীকরণের কোনও সম্ভাবনা নেই৷ বরং রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে আরও মজবুত করার লক্ষ্যেই কাজ করবে সরকার৷ বুধবার এ কথা জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ তবে যাবতীয় পরিকল্পনার নেপথ্যে এই মুহূর্তে উত্তরপ্রদেশ-সহ একের পর এক বিধানসভা নির্বাচনের ভাবনাই যে মূল চালিকাশক্তি হয়ে উঠেছে, তা-ও পরোক্ষে এদিন দিল্লিতে এক অনুষ্ঠানে বুঝিয়ে দিয়েছেন জেটলি৷

সম্প্রতি দেশের অগ্রগতির হার ৭.৯ থেকে কমে ৭.১ শতাংশ হয়ে গিয়েছে৷ আর তাতেই অশনি সংকেত দেখছে সরকার৷ কারণ, আর্থিক বৃদ্ধির হার কমলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একের পর এক সাধের সামাজিক প্রকল্পের বিপুল বরাদ্দের সংস্থান নিয়েও শুরু হবে অনিশ্চয়তা৷ তাই যত দ্রুত সম্ভব পরিস্থিতি সামাল দিতে চান কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ আর এক্ষেত্রে জিএসটি-র মতো কর কাঠামো ও ব্যাঙ্কিং সেক্টরের সংস্কার এবং বন্ধ প্রকল্পের কাজ দ্রুত শুরু করার উপরই সব চেয়ে জোর দিতে চান জেটলি৷ তাঁর দাবি, থমকে থাকা প্রকল্পের কাজ শুরু হলেই দেশের ১৩০ কোটি মানুষ উন্নয়নের সুফল পাবে৷ ফলে স্বাভাবিক নিয়মে বাড়বে দেশের অগ্রগতির হার৷ দেশের সামগ্রিক উন্নয়নের হারে সরকার যে সন্তুষ্ট নয়, এদিন কার্যত তা স্বীকার করে নেন জেটলি৷ বলেন, “আমরা এখনও শ্রেষ্ঠত্বের থেকে অনেক নিচে রয়েছি৷” যদিও তাঁর ব্যাখ্যা, পরের বছরই একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে ভোট রয়েছে৷ ২০১৯-এ সাধারণ নির্বাচন রয়েছে৷ ফলে আর্থিক সংস্কার এবং সামাজিক প্রকল্পের কাজ একযোগে চলবে৷ আর্থিক সংস্কারই ভোটারদের কাছে উন্নয়নের সুফল নিয়ে আসবে৷

Advertisement

একইসঙ্গে ব্যাঙ্ক সেক্টর নিয়েও সরকারের ভবিষ্যত্‍ পরিকল্পনা জানিয়ে দেন জেটলি৷ কোটি কোটি টাকার অনাদায়ী ঋণের গেরোয় ইতিমধ্যেই প্রবল চাপের মধ্যে রয়েছে দেশের প্রতিটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক৷ এর প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতেও৷ তা সত্ত্বেও কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণা, “আমার মনে হয় না দেশের জনমত এবং রাজনৈতিক পরিস্থিতি এখনই এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে, আমাদের ব্যাঙ্কিং সেক্টরে বেসরকারীকরণের কথা ভাবতে হবে৷” বস্তুত রেল থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে ইতিমধ্যেই বিলগ্নীকরণের মাধ্যমে ক্রমশ দায় কমাচ্ছে সরকার৷ স্বাভাবিকভাবেই ব্যাঙ্কের ভবিষ্যত্‍ নিয়েও শুরু হয়েছে জল্পনা৷ এই পরিস্থিতিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এদিনের ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা৷ তবে অদূর ভবিষ্যতে ব্যাঙ্কিং সেক্টরেও বড়সড় পরিবর্তনের ধাক্কা আসতে চলেছে৷ এদিন এই ইঙ্গিতও স্পষ্ট করে দেন জেটলি৷ এখন দেশের ১২টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে প্রায় ৬০ থেকে ৮৬ শতাংশ অংশীদারিত্ব রয়েছে কেন্দ্রীয় সরকারের৷ এর মধ্যে কোনওটিতেই ৫২ শতাংশ মালিকানার মাপকাঠির নিচে অংশীদারিত্ব কমাতে চায় না সরকার৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ